সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনার শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। মাত্র ২৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্ধান্ত নিলেন এই লঙ্কান ক্রিকেটার।
শ্রীলঙ্কা ক্রিকেটকে (এসএলসি) দেওয়া একটি চিঠিতে হাসরাঙ্গা জানান, সীমিত ওভারের ক্রিকেটে মনোনিবেশ করতে এবং জাতীয় দলে তার সেরা অবদান রাখার ইচ্ছা উল্লেখ করে টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন।
শ্রীলঙ্কা ক্রিকেটের প্রধান নির্বাহী অ্যাশলে ডি সিলভা বলেছেন, ‘আমরা তার সিদ্ধান্ত গ্রহণ করেছি এবং আত্মবিশ্বাসী যে হাসরাঙ্গা ভবিষ্যতে সাদা বলের ক্রিকেটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।’
হাসরাঙ্গা বিশ্বজুড়ে বেশ কয়েকটি টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজির সঙ্গে চুক্তিবদ্ধ। এসব টুর্নামেন্টে নিজের সর্বোচ্চটা দিতেই মূলত টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তিনি জানিয়েছেন, সীমিত ওভারের ফরম্যাটে ক্যারিয়ারকে দীর্ঘায়িত করার লক্ষ্য এবং তার সামর্থ্যের সর্বোচ্চটা দিয়ে দেশের ক্রিকেটকে সেরাটা এনে দিতে চান।
২০২০ সালে টেস্ট ক্রিকেটে অভিষেক হওয়া হাসারাঙ্গা এ পর্যন্ত খেলেছেন মাত্র ৪টি ম্যাচ। শুরুটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আর শেষ হয়েছে ২০২১ সালে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়ে। গত দুই বছর ধরেই টেস্ট খেলতে দেখা যায়নি তাকে।
মাত্র ৪ ম্যাচের ক্যারিয়ারে হাসারাঙ্গা নিয়েছেন ৪টি উইকেট। সেটিও নিয়েছেন এক ম্যাচেই। এছাড়া ব্যাট হাতে রয়েছে ১৯৬ রান।
এমআর/