সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে এশিয়া কাপের দলে অন্তর্ভুক্ত করতে মানববন্ধন করছে তার এলাকার সাধারণ জনগণ। সোমবার (১৪ আগস্ট) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ নগরীর সার্কিট হাউজ মাঠে পালন করা হয় ঘণ্টা ব্যাপী মানববন্ধন কর্মসূচি।
মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা এ সময় কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, মাহমুদুল্লাহকে রিয়াদকে এশিয়া কাপের দলে না নেওয়া হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
গত শনিবার (১২ আগস্ট) সকালে মিরপুর হোম অব ক্রিকেটে প্রধান নির্বাচক যখন একে একে ১৭ জনের নাম ঘোষণা নাম বলা হলেও উপেক্ষিত থাকেন মাহমুদউল্লাহ।
অথচ ফিটনেস ক্যাম্পের জন্য প্রাথমিক স্কোয়াডে রাখা হয়েছিল রিয়াদকে। কোচিং প্যানেলের সঙ্গে দারুণ কাজও করছিলেন এই অভিজ্ঞ অল-রাউন্ডার। অনেকে ভেবেছিল শেষ সুযোগটা কাজে লাগাতে দারুণভাবে ফিরবেন তিনি।
মাহমুদউল্লাহকে দলে না রাখার প্রশ্নে মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে অনেক দীর্ঘ আলোচনা হয়েছে প্রথমদিকে। অনেক আলোচনার পর, টিম ম্যানেজমেন্ট আমাদেরকে একটা পরিকল্পনা দেয়। সামনে কোন দেশের সঙ্গে কিভাবে খেলবে সেই পরিকল্পনা। ওই চিন্তা ভাবনা করেই কিন্তু রিয়াদকে অফ করা হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনাকে অবশ্যই আমরা মনে করি এটা ভালো। সঙ্গে হেড কোচের পরিকল্পনা আছে টিম কিভাবে পরিচালনা করবে। সব কিছু ডিসকাসন করা হয়েছে। আমাদের অধিনায়কের সঙ্গে ডিসকাসন করা হয়েছে। তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মাহমুদউল্লাহ সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন মার্চে ইংল্যান্ডের বিপক্ষে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩১, ৩২ ও ৮ রানের পর ওয়ানডে দলের জায়গা যে নড়ে গেয়েছিল তা অনেকটাই স্পষ্ট ছিল।
এমআর/