সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশনের (কোয়াব) সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব) ম্যাচ রেফারির দেবব্রত পল পদত্যাগ করলেন। সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানারে সরকারের বিরুদ্ধে মিছিলে অংশ নেন।
সম্প্রতি তাকে ক্রিকেট অঙ্গনের ব্যানারে বিএনপির মিছিলে অংশ সামনে থেকে নেতৃত্ব দিতে দেখা গেছে। যা ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
ওই ঘটণার পর তাকে মৌখিকভাবে জিজ্ঞাসা করা হয়, ম্যাচ রেফারি হয়ে এমন কিছু করতে পারেন কী না। এমন প্রশ্নে কোনও উত্তর না দিয়েই পদত্যাগ করেন দেবব্রত।
এ বিষয়ে দেবব্রত পলকে বারবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। তবে বিসিবির আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ক্রিকেট বোর্ডের অধীনে চাকুরি করে কীভাবে মিছিলে অংশ নেন, এ নিয়ে তাকে (দেবব্রত) জিজ্ঞেস করা হলে কোনও উত্তর দিতে পারেনি। এ কারণে তাকে শোকজ দেওয়ার কথা জানানো হলে আগেই পদত্যাগ পত্র জমা দেন।’
চলতি বছরের ২০ মে কোয়াবের বার্ষিক সাধারণ সভায় ঘরোয়া ও জাতীয় পর্যায়ের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের উপস্থিতিতে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন দেবব্রত।
২০১৪ সালে সবশেষ অনানুষ্ঠানিক এজিএমের পর থেকেই কোয়াবের নেতৃত্বে আছেন দুর্জয় ও দেবব্রত। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত ম্যাচ রেফারি দেবব্রত খেলেছেন প্রথম শ্রেণিতে ১৪টি ও লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৮টি ম্যাচ। এছাড়াও যুব ক্রিকেটে এক টেস্ট ও তিনটি ওয়ানডেতে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছেন তিনি।
এমআর/