দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কে হবেন বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক, এই প্রশ্নের উত্তর আদৌ মিলেনি। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জরুরী সভা ডেকেও কূলকিনারা করতে পারেনি অধিনায়কত্ব ইস্যুর। শেষ পর্যন্ত বোর্ড প্রধান নাজমুল হাসান পাপনের কাধেই উঠল এই দায়িত্ব।
তাই নাজমুল হাসান পাপন যোগাযোগ চালিয়ে যাচ্ছেন সম্ভাব্য তিন প্রার্থী সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদি হাসান মিরাজের সঙ্গে। শেষ পর্যন্ত কার কাঁধে ওঠে নেতৃত্বভার সেটিই দেখার বিষয়। তবে তার আগে এ নিয়ে কথা বলেছেন লিটন দাস।
বৃহস্পতিবার একটি পাঁচ তারকা হোটেলে নেতৃত্ব নিয়ে প্রশ্নে লিটন বলেন, ‘আমি বলার চেয়ে আপনার বোর্ড থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটাও উচিত হবে না কোনো ক্ষেত্রে। যেহেতু আমি বোর্ডে চাকুরের মতো, পারিশ্রমিক আয়-উপার্জন করি।’
লিটব এ সময় নিজের দায়িত্ব শতভাগ পালনের কথা উল্লেখ করে বলেন, ‘আমার কাছে মনে হয় এই জিনিসের (নেতৃত্ব) জন্য আপনারা একটু অপেক্ষা করেন। দুয়েকদিনের ভেতর জিনিসগুলো পেয়ে যাবেন। আর অবশ্যই যেহেতু অনেকদিন ধরে ক্রিকেট খেলছি দল আমার কাছে ভালো কিছু চায়। আমিও চাই দেশকে অনেক ভালো কিছু দেই। আমি আমার শতভাগ দেওয়ার চেষ্টা করবো। যেটা সবসময় বলি, ভবিষ্যতেও করার চেষ্টা করবো।’
বাংলাদেশের হয়ে ৫ ওয়ানডেতে নেতৃত্ব দেন লিটন। তার নেতৃত্বে আছে ভারতের বিপক্ষে সিরিজ জয়ের রেকর্ড।
এমআর/