সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতে ওয়ানডে বিশ্বকাপের আসর বসতে বাকি দুই মাসেরও কম সময়। এই সময়ের মধ্যেই সব প্রস্তুতি সারতে হবে আয়োজক ভারত এবং অংশগ্রহণকারী দেশগুলোকে।
তার আগে দল জমা করতে হবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসির কাছে। আগামী ৫ সেপ্টেম্বরের মধ্যে প্রতিটি অংশগ্রহণকারী দেশকে ১৫ সদস্যের দল জানিয়ে দেওয়ার ডেডলাইন ধরিয়ে দিয়েছে আইসিসি।
অবশ্য ডেডলাইনের পরেও দল পরিবর্তন আনা যাবে। এক্ষেত্রে কোনো ক্রিকেটার যদি অনুশীলনে চোট পায় বা নির্বাচকরা যদি মনে করে বদল করলে ভালো হবে সেক্ষেত্রে আনা যাবে পরিবর্তন। তবে যেটাই করুক না কেন, ১৫ সদস্যেরই দল হতে হবে।
২৭ সেপ্টেম্বর পর্যন্ত পরিবর্তনের সুযোগ রাখা হলেও এরপর আর কোনো সুযোগ নেই, যদি না দলের কেউ গুরুতর চোটে পড়ে। সেক্ষেত্রে নিতে হবে আইসিসির অনুমতি।
এরমধ্যে ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের প্রাথমিক দলও ঘোষণা করে দিয়েছে। আগামী ৫ অক্টোবর পর্দা উঠবে বিশ্বকাপের, পর্দা নামবে ১৯ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে।
এমআর/এইউ