সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তিন দিনের সফরে বিশ্বকাপের ট্রফি এখন বাংলাদেশে। বর্তমানে রাখা হয়েছে পান্থপথে অবস্থিত বসুন্ধরা শপিং মলে। গত ৬ আগস্ট মধ্যরাতে ঢাকা এসে পৌঁছায় সোনালি ট্রফিটি। ৭ আগস্ট প্রথম দিন পদ্মা সেতুর মাওয়া প্রান্তে ফটশেশন করা হয় ট্রফির।
গতকাল মঙ্গলবার সকালে জাতীয় দলের ক্রিকেটাররা অংশ নেন বিশ্বকাপ ট্রফির সঙ্গে ফটোসেশনে। এরপর গ্রাউন্ডসম্যান, সাংবাদিক, বিকেএসপির ক্রিকেটাররা, সাবেক ক্রিকেটার, বোর্ড কর্তা থেকে শুরু করে নারী জাতীয় দলের ক্রিকেটাররাও ফটোসেশনে অংশ নেন দিনভর।
আজ বুধবার শেষ দিনে ট্রফি রাখা হয়েছে রাজধানীর বসুন্ধরা সিটিতে। সকাল ১১টায় ট্রফি উন্মুক্ত করা হয়েছে উৎসুক মানুষদের জন্য। ব্যবস্থা রাখা হয়েছে ট্রফির চারদিক থেকে ছবি তোলার। এই ফটোসেশন শেষ হবে রাত ৮টায়।
মোট ১৭টি দেশে ঘুরে ট্রফিটি চূড়ান্তভাবে বিশ্বকাপের দেশ ভারতে যাবে আগামী ৪ সেপ্টেম্বর। বিশ্বকাপ ট্রফি উন্মোচনের দিন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডাইস, ‘বিশ্বে এক শ কোটিরও বেশি ক্রিকেট–ভক্ত আছে। আমরা চাই যত বেশি সম্ভব মানুষ বিখ্যাত এই ট্রফির কাছাকাছি আসতে পারুক।’
এমআর/