সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক কে হবেন। এমন প্রশ্নের উত্তর মেলেনি মঙ্গলবার বিসিবির জরুরি বোর্ড সভা শেষেও। ওয়ানডে দলের নেতৃত্ব থেকে তামিম ইকবাল সরে দাঁড়ানোয় নতুন অধিনায়কের নাম জানাতে পাঁচ দিন সময় নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
মঙ্গলবার (৮ আগস্ট) শেষ হয়েছে নির্ধারিত সময়। এই সময়ের মধ্যে বোর্ড অধিনায়ক নির্বাচন করতে না পারায় পুরো দায়িত্ব নিয়ে নিয়েছেন সভাপতি নাজমুল হাসান পাপন।
আগামী ১২ আগস্টের মধ্যে অধিনায়ক নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে জানিয়ে দেবে বিসিবি। এখন পর্যন্ত অধিনায়কের তালিকায় উপরে আছেন টেস্ট ও টি-টোয়েন্টি দলের নেতা সাকিব আল হাসান, লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ।
তবে বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া বিভাগের চেয়ারম্যান তানভির আহমেদ টিটোর কাছে জানতে চাওয়া হলে তিনি দেশটিভিকে জানিয়েছেন, এখন পর্যন্ত সাকিবই এক নম্বর পছন্দ।
তবে এখানে রয়েছে যদি কিন্তুর হিসাব। সাকিব তিন ফরম্যাটে অধিনায়কত্ব করবেন কি না সেই হিসাবও রয়েছে। মোট কথা বল এখন সাকিবের কোর্টেই। বিষয়টা দাঁড়িয়েছে, সাকিব যেভাবে চাইবেন সেভাবেই হবে।
সাকিব যদি এখন তিন ফরম্যাটেই অধিনায়কত্ব করতে পারেন সেটিও হবে, আবার যদি টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়ে ওয়ানডে আর টি-টোয়েন্টি দলের দায়িত্ব নেন তাতেও অখুশি থাকছে না বোর্ড।
টিটো বলেন, সাকিব যদি টেস্ট দলের নেতৃত্ব ছেড়ে দিয়ে বাকি দুই ফরম্যাটের দায়িত্ব নিতে চায় সেক্ষেত্রে লিটনকে দায়িত্ব দেওয়া হতে পারে টেস্ট দলের।
মঙ্গলবার জরুরি বোর্ড সভার আগে সাকিবকে সব রকম প্রস্তাবই দেওয়া হয়েছে বিসিবির পক্ষ থেকে। সাকিব বর্তমানে শ্রীলঙ্কান লিগ এলপিএলে খেলছেন। লিটন দাসের আজ ফেরার কথা কানাডা থেকে।
আগামী ১২ আগস্ট এশিয়ান কাউন্সিলের কাছে এশিয়া কাপের দল জমা দেওয়ার শেষ দিন। তার আগেই বিসিবিকে নিতে হবে অধিনায়কের চূড়ান্ত সিদ্ধান্ত।
এমআর/এইউ