সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ নারী ক্রিকেট দলের হাত ধরে এশিয়া কাপের কাপের মতো বড় সাফল্য পায় বাংলাদেশের ক্রিকেট। কদিন আগে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ড্র করে চমক দেখিয়েছিল নিগার সুলতানা জ্যোতিরা।
কদিন পরেই বিশ্বকাপের আসর বসতে যাচ্ছে ভারতের মাটিতে। এই বিশ্বকাপে সম্ভাব্য সেরা দলটা নিয়েই যাবে বাংলাদেশ। তাই প্রত্যাশাটা অনেক বেশি সবার। বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানারও প্রত্যাশা অনেক উপরে।
বিশ্বকাপের বাকি দুই মাস। তার আগে বিশ্বকাপের সোনালী ট্রফি এসেছে বাংলাদেশ সফরে। গতকাল পদ্মাসেতুর মাওয়া প্রান্তে রাখা হয় বিশ্বকাপ ট্রফি। আজ আনা হয় হোম অব ক্রিকেট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
সকালে জাতীয় দলের ক্রিকেটাররা ফটোসেশন করার পর গণমাধ্যম কর্মীদের জন্য ফটোসেশনের আয়োজন করে ক্রিকেট বোর্ড। এক ফাঁকে ট্রফি দেখতে আসেন নারী দলের সদস্যরা।
প্রথমবার বিশ্বকাপ ট্রফি দেখে উচ্ছ্বাস প্রকাশ করলেন অধিনায়ক জ্যোতি। এসময় তিনি জানান, সাকিবদের কাছে হোক বিশ্বকাপের ট্রফিটা।
“অবশ্যই বলতে হয়, এক্সপেক্টেশন বাংলাদেশের কাছ থেকে আমাদের সবার খেলোয়াড় হিসেবে অনেক বেশি, প্লাস হচ্ছে জনগণেরও অনেক বেশি। বাংলাদেশের প্রেক্ষাপটে আমার মনে হয় সেরা দলটাই বোধ হয় এবার। যারা তরুণ খেলোয়াড় তারা খুব ভালো ছন্দে আছে এবং এ সংস্করণে আমরা খুব ভালো খেলি। সো ফার তাদের কাছ থেকে আমরা তো সেরাটাই আশা করব।”
বিশ্বকাপ ট্রফি দেখার সুযোগ পেয়ে জ্যোতি বলেন, “আগে কখনও সামনাসামনি দেখার সুযোগ হয়নি। ধন্যবাদ বিসিবি ও আমাদের নারী বিভাগকে, আমাদের এ সুযোগটা দেওয়ার জন্য এবং অনেক তরুণ খেলোয়াড় ছিল তাদের আসলে স্বপ্নের মতো ছিল বিশ্বকাপ ট্রফিকে সামনে থেকে দেখা।”
এমআর