সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তামিম ইকবাল ওয়ানডে অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন। ইনজুরির কারণে খেলতে পারবেন না এশিয়া কাপেও। হুট করে তামিম অধিনায়কত্ব ছেড়ে দেওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) বিপাকে পড়েছে। নতুন অধিনায়ক বেছে নিতে জরুরি বোর্ড মিটিং ডেকেছে বিসিবি।
মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর দুইটায় বিসিবি কার্যালয়ে আয়োজিত সভায় বিশ্বকাপ অধিনায়কের নাম চূড়ান্ত হয়ে যেতে পারে।
জুলাইয়ে আফগানিস্তান সিরিজ চলাকালীন তামিম সরে যাওয়ার ঘোষণা দিলে শুরু হয় সংকট। আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডের আগে হুট করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন তিনি। যদিও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে তামিম নিজের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। তারপর চিকিৎসা নিয়ে লন্ডন থেকে ৩১ জুলাই দেশে ফেরেছেন। বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠকও করেন ৩ আগস্ট। বৈঠক শেষে সাধারণ ক্রিকেটার হিসেবে খেলার সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। তামিমের এমন ঘোষণার পর এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরকে সামনে রেখে নতুন অধিনায়ক বেছে নিতেই হচ্ছে।
বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাব্য অধিনায়ক হিসেবে আলোচনায় আছেন সাকিব আল হাসান। এমনিতে আগেও অধিনায়ক হিসেবে তার দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে। ২০০৯ থেকে ২০১১ সাল পর্যন্ত টানা ৪৭ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন তিনি। এরপর নানা সময় মাশরাফির অবর্তমানে আরও তিনটি ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন। বিসিবির পরিচালক খালেদ মাহমুদ সুজনও সাকিবকে অধিনায়ক হিসেবে দেখছেন।
তিনি বলেন, সাকিব তো অবশ্যই এগিয়ে থাকবে এখানে। সাকিবের বুদ্ধি, অধিনায়কত্বের অভিজ্ঞতা অনেক বেশি। তারপরও আমি লিটনকেও ছোট করতে চাই না। কারণ লিটন অতীতে খুবই ভালো কাজ করেছে (অধিনায়ক হিসেবে)। আমি মনে করি যে দলে সাকিব আছে, সে দলে এখন সাকিবকে দেওয়াটাই ঠিক।
সাকিব ছাড়া অধিনায়ক হিসেবে আরও কয়েকজনের নাম আলোচনাতে আছে। তামিমের অবর্তমানে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দিয়েছিলেন লিটন। উইকেটকিপার এই ব্যাটারের নেতৃত্বে ওই সিরিজ জিতেছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে শেষ দুটি ওয়ানডেতেও দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। পাশাপাশি বয়সভিত্তিক দলে নিয়মিত দলকে নেতৃত্ব দেওয়া মেহেদী হাসান মিরাজকে নিয়েও আলোচনা হচ্ছে।
যদিও এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসরের আগে বিসিবি অভিজ্ঞ কারও হাতেই নেতৃত্ব তুলে দেওয়ার কথা ভাবছে।
জেডএ