সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বিশ্বকাপের এখনও প্রায় দুই মাস বাকি। তবে সবার আগে বিশ্বকাপের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। সোমবার (৭ আগস্ট) ১৮ সদস্যের বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছে অজিরা।
এর আগে গত রোববার (৬ আগস্ট) প্রাথমিক দল ঘোষণার জন্য সময়সীমা বেঁধে দেয় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। আগামী ৯ আগস্টের মধ্যে প্রাথমিক দল ঘোষণা করতে হবে।
অস্ট্রেলিয়ার ঘোষিত দলে বাদ পড়েছেন মারনাস লাবুশেন। এদিকে বিশ্বকাপে অংশ নেওয়ার আগে ৭ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ আফ্রিকা ও ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়া দল:
প্যাট কামিন্স (অধিনায়ক), শন অ্যাবট, অ্যালেক্স ক্যারি, অ্যাস্টন অ্যাগার, ক্যামেরন গ্রিন, নাথান এলিস, অ্যারন হার্ডি, জশ হ্যাজলউড, জশ ইংলিশ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, তানভীর সাঙ্ঘা, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টয়নিস, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।
এইউ