সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল রোববার হুট করেই শের-ই-বাংলা স্টেডিয়ামে এসেছিলেন দুপুর ১টার দিকে, যখন জাতীয় দলের খেলোয়াড়রা এশিয়া কাপের ফিটনেস অনুশীলন করছিলেন শেষ দিনের মতো।
ওয়ানডে অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর এটিই ছিল হোম অব ক্রিকেটে তার প্রথম আসা। এদিন তামিম সময় কাটিয়েছেন বিসিবির মেডিকেল বিভাগে, কথা বলেছেন পুনর্বাসন প্রক্রিয়া নিয়ে চিকিৎসকদের সঙ্গে। বিসিবি ত্যাগ করার আগে যান ক্রিকেট অপারেশন বিভাগেও।
৩৪ বছর বয়সী এই ওপেনার পিঠের চোটে ভুগছেন লম্বা সময় ধরে, যা তাকে ছিটকে দিয়েছে আসন্ন শ্রীলঙ্কা ও পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপ থেকে। তার বর্তমান পুনর্বাসন পরিকল্পনা হলো ইনজুরি সমস্যা কাটিয়ে ওঠা এবং ভারত বিশ্বকাপের ঠিক আগে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের মাটিতে ওয়ানডে সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরে আসা।
আগামী ১১ আগস্ট পর্যন্ত বিশ্রামে থাকবেন তামিম ইকবাল। এরপর আনুষ্ঠানিকভাবে পুনর্বাসন প্রক্রিয়া শুরু শুরু করবেন।
এমআর/