সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
গত বিশ্বকাপে ছিলেন দলের নিয়মিত সদস্য। এবার বিশ্বকাপের আগে কোথাও নেই সাইফউদ্দিন। চোটের কারণে লম্বা সময় মাঠের বাইরে থাকায় জাতীয় দলের কোনও কিছুতে নেই এই পেসার-অলরাউন্ডার।
সাইফউদ্দিনের চোট সারাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) উদ্যোগ নিয়েছে। আজ শনিবার বিকেলে কাতার রওয়ানা করেছেন তিনি। সঙ্গে রয়েছেন বিসিবির চিকিৎসক ডাক্তার দেবাশিষ চৌধুরী।
কাতার যাওয়ার আগে গণমাধ্যমে সাইফউদ্দিন বলেন, 'ওখানে (কাতার) স্পোর্টস মেডিসিন সেন্টার আছে। কাতার বিশ্বকাপের পর থেকে অনেক উন্নতি হয়েছে স্পোর্টস মেডিসিনের দিক থেকে। ইউটিউবে ওদের বিভিন্ন কার্যক্রম দেখেছি। অনেক আশাবাদী। বাকিটা আল্লাহ্ ভরসা।
এসব (হাসপাতালের স্কেজিওল) আসলে সব কিছু মঞ্জু ভাই ভালো বলতে পারবেন, আমাদের বিসিবির চিকিৎসক। উনি যাচ্ছেন আমাদের সঙ্গে। উনিই সব কিছু ঠিক করেছেন। যেহেতু রোববার ওদের কার্যক্রম শুরু হয়, তাই আজকে যাচ্ছি। যেন পুরো সপ্তাহটা পাওয়া যায় এবং তিন জন কাজে লাগাতে পারি।'
এশিয়া কাপ ও বিশ্বকাপের ক্যাম্পে না থাকার হতাশা জানিয়ে সাইফউদ্দিন বলেন, 'অবশ্যই! খারাপ কেন লাগবে না। এখানে আমাদের সব কলিগ, বন্ধুবান্ধব, ছোট ভাই সবাই ক্যাম্প করছে, ফিটনেস টেস্ট দিচ্ছে, আপনাদের মিডিয়ার মাধ্যমে এগুলো দেখছি। খারাপ তো অবশ্যই লাগবে। মাঠের খেলোয়াড় কিন্তু মাঠে আসতে পারছি না। তবু এখানে এলে ওদের সঙ্গে গল্প, আড্ডা- এসব করে সময়টা পার করি। যখন আবার সুস্থ হবো, ইনশাআল্লাহ্ তখন আবার ওদের একটা অংশ হবো।'
চোট কাটিয়ে দ্রুত মাঠে ফেরার আশা প্রকাশ করে এই অল-রাউন্ডার বলেন, 'সত্যি বলতে, মাঠে ফিরে আমি শতভাগ দিয়ে চেষ্টা করব আবার আগের ছন্দে আসার। জাতীয় দলে ফিরব কি ফিরব না, সেটা হয়তো নির্বাচক বা যারা কোচ আছেন, তাদের ওপর নির্ভর করবে। আমাকে নেবে কি না। যদিও এখন কোনও খেলা নেই। তো দেখা যাক। সুস্থ হয়ে মাঠে ফিরি। পুরো দমে অনুশীলন করি। বাকিটা আল্লাহ্র হাতে।'
এমআর/