সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তামিম ইকবাল ইস্যু শেষ। তার নেতৃত্বে থাকা নিয়ে যে ধোঁয়াশা ছিল সেটি পরিষ্কার হয়ে গেছে। এবার নতুন নেতার খোঁজে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও ক্রিকেট অপরাসেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসের সঙ্গে বৈঠকের পর ওয়ানডে নেতৃত্ব ছেড়ে দেন তামিম ইকবাল।
তামিমের সরে যাওয়ায় অন্যতম কারণ ইনজুরি। লম্বা সময় ধরে পিঠের চোটে ভুগলেও সেটি বুঝতে পারেনি বিসিবির মেডিকেল বিভাগ। যা সংবাদ সম্মেলনে স্বীকার করে নেন নাজমুল হাসান পাপন।
তবে এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে তামিমের হুট করে সরে যাওয়ায় কিছুটা অস্বস্তির মধ্যে রয়েছে ক্রিকেট বোর্ড। যদিও সেটি প্রকাশ্যে বলতে নারাজ বিসিবি পরিচালক ও ফিনান্সিয়াল কমিটির চেয়ারম্যান ইসমাইল হায়দার মল্লিক।
শনিবার (৫ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমে তামিমের সরে যাওয়াসহ সবকিছু মিলিয়ে বিসিবিতে কোনও অস্থিরতা নেই বলে দাবি করেছেন মল্লিক।
‘(অধিনায়ক ঠিক করা নিয়ে) না! (বিসিবিতে) কোনও অস্থিরতা নেই। তামিম অধিনায়কত্ব করবে না, এটা মাননীয় বোর্ড সভাপতিই বলেছেন, আমাদের জন্য এটা একটা ধাক্কা’-এভাবেই বলেছেন মল্লিক।
নতুন অধিনায়ক নিয়ে বিসিবি কাজ করছে জানিয়ে মল্লিক বলেন, ‘উনারা খুব ক্লোজলি টিম ম্যানেজমেন্টের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন। ক্রিকেট অপারেশন্স আছে, মাননীয় বোর্ড সভাপতি নিজেই এটা দেখছেন। এটা নিয়ে খুব বেশি বিচলতি হওয়ার কিছু নেই। স্বাভাবিকভাবেই ওর এভাবে সরে যাওয়াটা আমাদের জন্য ধাক্কা।’
এমআর/