সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আসন্ন এশিয়া কাপ ২০২৩ এর প্রোমো প্রকাশ করেছে স্টার স্পোর্টস। আগামী ৩০ আগস্ট থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে শুরু হতে যাওয়া ওয়ানডে ফরম্যাটের এশিয়া কাপের উত্তেজনা বাড়িয়ে দিতেই এত আগে প্রোমোটি দেয়া।
৪৫-সেকেন্ডের ভিডিওটিতে টুর্নামেন্টের আগের সংস্করণগুলির বেশ কিছু আক্রমণাত্মক দৃশ্যগুলো দেখানো হয়েছে৷ বিশেষ পাকিস্তান-ভারত, পাকিস্তান-আফগানিস্তান এবং বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচের মধ্যে মধ্যে যে উত্তেজনা ছড়ায় সেগুলোই স্থান পেয়েছে।
Tension. Aggression. Passion. Get ready for an adrenaline-fueled showdown as the playground of passionate rivalries like #INDvPAK is all set to ignite at the #AsiaCup2023! Tune-in to #AsiaCupOnstarAug 30 Onwards and catch #INDvPAK on 2 Sep | Star Sports Network#Cricket pic.twitter.com/2akJWZiIJE
— Star Sports (@StarSportsIndia) August 3, 2023বলা হচ্ছে বিশ্বকাপের প্রোমোতে অংশগ্রহণকারী দেশগুলো ঠিকঠাক স্থান না পেলেও এশিয়া কাপের প্রোমোতে সব কিছুই দেখানো হয়েছে এবং অংশগ্রহণকারী প্রতিটি দেশকে সমান ভাবে দেখানোয় বেশ প্রশংসা পেয়েছে।
আগামী ৩০ আগস্ট মুলতানে স্বাগতিক পাকিস্তান ও নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে এ শুরু হবে বারের এশিয়া কাপ। পরেরদিন ৩১ আগস্ট ক্যান্ডিতে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপ পর্বের দ্বিতীয় ও শেষ ম্যাচে টাইগাররা লড়বে আফগানিস্তানের বিপক্ষে ৩ সেপ্টেম্বর লাহোরে।
মূল আয়োজক পাকিস্তান হলেও সুপার ফোরের একটি ম্যাচসহ মোট চারটি ম্যাচ আয়োজন করবে, বাকি ৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়।
এমআর/