দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার বিষয়টি অনেকটা অনুমেয় ছিল। শেষ পর্যন্ত হলোও তাই। লম্বা সময় ওয়ানডে দলকে সার্ভিস দেয়া তামিম ইকবাল বিদায় বলেছেন নেতৃত্বকে। তবে এশিয়া কাপ খেলবেন না এটি অনেকটা ধারণার বাইরেই ছিল সবার।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নাজমুল হাসান পাপনের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসে জানান, এশিয়া কাপেও খেলা হচ্ছে না তার।
গত মাসে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ খেলে আচমকা অবসর ঘোষণার পরদিন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে দলে ফিরলেও দেড় মাসের ছুটিতে যান তামিম। এই সময়ে লন্ডনে শরণাপন্ন হন চিকিৎসকের। সেখানে ইনজেকশন নিয়ে দেশে ফিরলেও তামিমকে নিয়ে এশিয়া কাপে ঝুঁকি নিতে চায়নি বোর্ড। কেন না এরপরেই রয়েছে বিশ্বকাপ
তবে তার আগেই সুস্থ হয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে মাঠে ফিরবেন বলে আশা পাপনের।