সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লিওনেল মেসির জোড়া গোলে শেষ ষোলো নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ যে মেসি জ্বরে কাঁপছে সেটি আর বলার অপেক্ষা রাখে না। মেসি মায়ামি তে যোগ দেয়ার পর নতুন করে স্বপ্ন দেখছে দলটি।
বৃহস্পতিবার অরন্যাল্ডো সিটির বিপক্ষে মায়ামির জয় ৩-১ গোলে। ম্যাচে জোড়া গোল করেছেন বিশ্বকাপ জয়ী এই তারকা। এছাড়া পেনাল্টি শট থেকে গোল পেয়েছেন জোসেফ মার্টিনেজ।
শটটা চাইলে মেসি নিতে পারতেন। এতে করে মায়ামির ক্যারিয়ারে একটা হ্যাট্রিক যোগ হতে পারত। কিন্তু তিনি সেই সুযোগ নেননি।
ম্যাচ শুরু হতেই গ্যালারি ভরা দর্শকদের 'মেসি-মেসি' শ্লোগানে মাতেন মেসি। ম্যাচ শুরু হবার ৭ মিনিটের মাথায় দলকে প্রথম গোল এনে দেন আর্জেন্টাইন তারকা। যদিও গোল হজমের ১০ মিনিট পর অর্থাৎ ১৭ মিনিটের মাথায় সিজারে আরাজু গোল করে সমতায় আনেন।
দ্বিতীয়ার্ধে আবারও লিড পায় ইন্টার মায়ামি। ম্যাচের ৫১ মিনিটে পেনাল্টি থেকে দলকে লিড এনে দেন মার্টিনেজ। এরপর ৭২ মিনিটে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন ৩৬ বছর বয়সী লিওনেল মেসি।
এর আগে মায়ামিতে নিজের অভিষেক ম্যাচে প্রথম গোল করে দলকে জেতান মেসি। সেই ম্যাচে বদলি নেমে ম্যাচের শেষ বাঁশি বাজার সময়ে ফ্রি কিক থেকে বল জালে পাঠিয়ে উচ্ছ্বাসে মাতান দলকে। পরের ম্যাচে জোড়া গোল করে আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে দলকে ৪-০ গোলে জেতান এই বিশ্বকাপজয়ী।
That man Messi Robert Taylor drops a dime to Messi for the #InterMiamiCF goal. pic.twitter.com/KH8bMykPd4
— Major League Soccer (@MLS) August 3, 2023এমআর/