সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০২৩ ওডিআই বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচটি আইসিসির দেওয়া সূচি অনুযায়ী আহমেদাবাদে ১৫ অক্টোবরের নির্ধারিত করা হলেও এখন সেটি একদিন এগিয়ে ১৪ অক্টোবর করা হয়েছে। যদিও আইসিসি এখনও সংশোধিত সময়সূচী প্রকাশ করেনি, যা এই সপ্তাহের শেষের দিকে জানিয়ে দেওয়া হবে। এই নতুন সূচির সঙ্গে ভারত ও পাকিস্তান একমত পোষণ করেছে বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।
বিশ্বকাপের সবচেয়ে বড় ম্যাচটির সূচী পরিবর্তনের প্রভাব পড়েছে হায়দ্রাবাদে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ম্যাচটিতে। ভেন্যু একই রয়ে গেছে তবে খেলাটি এখন ১২ অক্টোবরের পরিবর্তে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। যার কারণে পাকিস্তান দুটি ম্যাচের মধ্যে খুব একটা বিশ্রাম পাচ্ছে না।
সময়সূচীতে পরিবর্তনের কারণ ভারত-পাকিস্তান ম্যাচের পুরনো সূচিতে দেয়া ১৫ অক্টোবরে নবরাত্রির হিন্দু উৎসবের প্রথম দিন। যে কারণে স্থানীয় পুলিশ উদ্বিগ্ন এক দিনে দুই দিকে পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া নিয়ে। এ নিয়ে আইসিসি কয়েকদিন আগে পিসিবিকে পরিবর্তনের বিষয়ে চিঠি দেয় এবং পিসিবি রাজি হয়েছে।
বিসিসিআই সেক্রেটারি জয় শাহ অবশ্য বলেছিলেন যে নবরাত্রির সাথে সংঘর্ষ পরিবর্তনের কারণ নয়। তিনি গত সপ্তাহে বলেছিলেন বেশ কয়েকটি পূর্ণ সদস্য দেশ বিশ্বকাপের সময়সূচীতে পরিবর্তনের জন্য অনুরোধ করেছে এবং বেশ কয়েকটি পরিবর্তন করা হবে।
ভারত-পাকিস্তানের তারিখ পরিবর্তন প্রায় নিশ্চিতভাবে অন্যান্য ম্যাচ এবং দলগুলোর ওপর প্রভাব ফেলবে। পুরনো সূচী অনুযায়ী ১৪ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশ-নিউজিল্যান্ড এবং দিল্লিতে আফগানিস্তান-ইংল্যান্ডের মধ্যে খেলা রয়েছে। এখন সেটি একদিন এগিয়ে ১৩ অক্টোবর অনুষ্ঠিত হবে।
টুর্নামেন্টটি ৫ অক্টোবর থেকে শুরু হওয়ার কথা রয়েছে, বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড আহমেদাবাদে নিউজিল্যান্ডের সঙ্গে খেলবে। তবে আইসিসি এবং বিসিসিআই এখনও ঘোষণা করেনি কখন ম্যাচের টিকিট বিক্রি হবে।
এমআর/