সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০১৯ বিশ্বকাপের দলে মোহাম্মদ সাইফউদ্দিন ছিলেন অটো চয়েজ। অল-রাউন্ডার হিসেবে দারুণ কার্যকরীও ছিলেন নানা সময়ে। কিন্তু চোটের কাছে হার মানতে হয়েছে বারবার। সামনে আরেকটা বিশ্বকাপ, কিন্তু সাইফউদ্দিন কোথাও নেই।
পিঠের চোট আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তাই এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাইফউদ্দিনকে চিকিৎসার জন্য কাতার পাঠানোর পরিকল্পনা নিয়েছে। সেখানে ‘এসপেটার’ নামের এক স্পোর্টস মেডিসিন হাসপাতালে চিকিৎসা হবে তার।
সাইফউদ্দিনের সঙ্গে চিকিৎসা নিতে কাতার যাচ্ছেন ২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী দলের দুই সদস্য অভিষেক দাস ও আশিকুর রহমান।
সাইফউদ্দিন সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) খেললেও বাকি দুজন চোটের কারণে লম্বা সময় রয়েছেন খেলার বাইরে। অভিষেক গত বছর প্রথম বিভাগ ক্রিকেট লিগে কিছু ম্যাচ খেলেছেন ব্যাটার হিসেবে। আশিকুর খেলেছেন গত বিপিএলে, কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে।
এমআর/