সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ঘনিয়ে আসছে বিশ্বকাপ। দেশের জন্য লড়তে প্রস্তুত হতে হবে খুব দ্রুত। গত বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ফাইনালে উঠানো কিউই অধিনায়ক কেইন উইলিয়ামসনও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চোট থেকে সেরে ওঠার লড়াই শুরু করে দিয়েছেন।
লম্বা সময় পুনর্বাসনে থাকার পর মঙ্গলবার ব্যাট হাতে অনুশীলন নেমেছেন উইলিয়ামসন। নেটে ব্যাটিং করার একটা ভিডিও দিয়েছেন ইনস্টাগ্রামে।
ভারতে আগামী অক্টোবরের শুরুতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। সময় আছে মাত্র দু’মাস। তাই তো উইলয়ামসনের লড়াইটা এখন পুরোপুরি ফিট হয়ে পুরো দমে ব্যাটিংয়ে ফেরা।
মঙ্গলবার ইনস্টাগ্রামে দেওয়া ভিডিও বার্তায় উইলিয়ামসন বলেছেন, ‘নেটে ফিরতে পেরে খুবই ভালো লাগছে। কিছু বলও খেলে দেখলাম।’
গত ৩১ মার্চ আইপিএল এর উদ্বোধনী ম্যাচে গুজরাট টাইটান্সের হয়ে খেলার সময় উইলিয়ামসন গুরুতর ভাবে চোট পেয়েছিলেন। চেন্নাই সুপার কিংসের ওপেনার ঋতুরাজ গায়কোয়াডের একটি শট আটকানোর জন্য ডিপ স্কয়ার লেগ বাউন্ডারিতে লাফ দিয়ে ছক্কা বাঁচালেও তার ডান পায়ে বাজে ভাবে আঘাত পান। এরপর আইপিএল শেষ হয়ে যায় এবং এপ্রিলে হাঁটুতে সার্জারি করার পর জুনে খবর বেরোয়, উইলিয়ামসনের বিশ্বকাপ শেষ।
উইলিয়ামসনের বিশ্বকাপ শেষ এমনটা শোনা গেলেও নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আশার কথা শোনানো হচ্ছিল। উইলিয়ামসনও বলে আসছিলেন, বিশ্বকাপ খেলতে লড়াই চালিয়ে যেতে চান তিনি।
এমআর/