সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতে সারে জাগুয়ার্সের হয়ে খেলতে যাওয়া লিটন দাস রান পাচ্ছিলেন ঠিকই তবে বড় করতে পারছিলেন না ইনিংস। এই টাইগার ব্যাটারকে যে প্রত্যাশায় দলে ভিড়িয়েছিল জাগুয়ার্স সেটি ঠিকঠাক পূরণ করতে ব্যর্থ হচ্ছিলেন। এবার ঠিকই ফিরেছেন লম্বা ইনিংস দিয়ে।
শেষ দুই ইনিংসে ২১ ও ২৫ রানের পর লিটনের ব্যাট থেকে এলো ৫৯ রানের দুর্দান্ত একটি ইনিংস। লিটনের অর্ধশতক পেরোনো ইনিংসে ভর করে বুধবার সারে জাগুয়ার্স ৬ উইকেটে জিতেছে ব্র্যামটন উলভসের বিপক্ষে।
নিজেদের মাঠে টস হেরে আগে ব্যাটিং করতে নেমে ব্র্যামটন উলভস সংগ্রহ করে ৯ উইকেটে ১২৮ রান। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন কলিন ডি গ্র্যান্ডহোম।
জবাবে ব্যাট করতে নেমে সারে জাগুয়ার্স ৩টি উইকেট হারিয়ে ফেলে দলীয় ২১ রানে। এরপর লিটন দাস ও ইফতিখার আহমদের জুটিতে ঘুরে দাঁড়ায় সারে। চতুর্থ উইকেটে ইফতেখার ও লিটনের জুটি থেকে আসে ৯৯ রান।
শেষ পর্যন্ত ৪ উইকেট হারিয়ে ১১ বল আগে জয় নিশ্চিত করে লিটনরা। এটি তাদের ষষ্ঠ ম্যাচে তৃতীয় জয়। ৮ পয়েন্ট নিয়ে সারে রয়েছে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।
লিটন খেলেছেন ৪৫ রানে ৫৯ রানের ইনিংস। তার ইনিংসে ছিল ৩টি করে চার ও ছক্কা। জয়ের থেকে ৯ রান আগে লিটন ক্যাচ আউট হয়ে ফিরলেও ইফতিখারের অপরাজিত ৩৮ রানের ইনিংসে নিশ্চিত হয় দলের জয়।
এমআর/