দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ মানেই সাকিব আল হাসানকে নিয়ে বাড়তি উন্মাদনা। বিশ্বসেরা এই অল-রাউন্ডার কোন দলে খেলবেন এ নিয়ে বেশ আলোচনাও হয়। লম্বা সময় ধরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অন্যতম একজন সাকিব আল হাসান। তবে সেই জৌলুস শেষ হতে চলল।
ক্যারিয়ারের শেষ প্রান্তে দাঁড়িয়ে সাকিব। এবার নেই আইপিএলের ড্রাফটের তালিকায়। গত আসরের নিলামে ভিত্তি মূল্যে বাংলাদেশের দুই বাংলাদেশি তারকা সাকিব আল হাসান আর লিটন দাসকে নিয়েছিলো কলকাতা নাইট রাইডার্স।
দল পেলেও সাকিব সেবার খেলেননি, অন্যদিকে লিটন খেলতে গেলেও ম্যাচ পান কেবল একটি। এবার নিলামের আগে দুজনকেই ছেড়ে দেয় কলকাতা। সুযোগ ছিল নিলামে থাকার, তবে সুযোগ নেননি তারা। সাকিব-লিটন নাম না দিলেও নাম দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদসহ বাংলাদেশের ছয় ক্রিকেটার।
চলতি মাসে দুবাইতে হতে যাচ্ছে আইপিএলের মিনি নিলাম। এই নিলামের জন্য ১ হাজার ১৬৬ জন ক্রিকেটার নিজেদের নাম পাঠিয়েছেন। তাতে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ কোটি ভিত্তিমূল্য নিয়ে আছেন মোস্তাফিজুর রহমান। তাকেও এবার ছেড়ে দেয় দিল্লি ক্যাপিটালস।
৮৩০ জন ভারতীয় ক্রিকেটার ছাড়া ৩৩৬ জন বিদেশি খেলোয়াড়ের মধ্যে নাম দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। নিলামে আকর্ষণীয় নাম বিশ্বকাপ মাতানো তারকা মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ট্রেভিস হেড, ড্যারেল মিচেল ও রাচিন রবীন্দ্র।
চলতি মাসের ১৯ তারিখ দুবাইতে হবে আইপিএলের নিলাম। এবারই ফ্র্যাঞ্চাইজি মেগা আসরটির নিলাম ভারতের বাইরে হচ্ছে।
এমআর/