সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন দল জাফনা কিংস। আসরের প্রথম ম্যাচে কলম্বো স্ট্রার্সকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে দলটি।
প্রথম ম্যাচের একাদশে ছিলেন টাইগার ব্যাটার তাওহীদ হৃদয়। প্রথমবার বিদেশি লিগে খেলতে নেমেই ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন হৃদয়। ৩৯ বলে ৪টি চার ও ১টি ছক্কায় খেলেন ৫৪ রানের ইনিংস। যা ছিল দলের মধ্যে ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংসও।
আজ দ্বিতীয় ম্যাচের একাদশেও রয়েছেন হৃদয়। অভিজ্ঞ অল-রাউন্ডার থিসারা পেরেরার নেতৃত্বে দ্বিতীয় ম্যাচে ডাম্বুলা আউরার বিপক্ষে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে জাফনা কিংস।
জাফনা কিংস একাদশ: রহমানুল্লাহ গুরবাজ (উইকেট-রক্ষক), চারিথ আসালাঙ্কা, তাওহীদ হৃদয়, প্রিয়মল পেরেরা, থিসারা পেরেরা (অধিনায়ক), ডেভিড মিলার, দুনিথ ওয়েললালাগে, মাহেশ থেকসানা, ভিয়াস্কান্ত, দিলশান মাদুশঙ্কা, হার্দুস ভিলজোয়েন।
এমআর/