দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নিউজিল্যান্ডের মাটিতে জয় অধরা ছিল। ২০১৮ সালে কিউইদেরর বিপক্ষে টেস্ট ম্যাচ জেতা হলেও ওয়ানডে আর টি-টোয়েন্টি জেতা হয়নি। সেই খরা কাটিয়েছে বাংলাদেশ। এক ঝাঁক তারুণ্যে গড়া দলটা এবার ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও হারিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ডকে।
নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান নেই চোটের কারণে। তামিম ইকবাল আগে থেকেই নেই। মাহমুদউল্লাহ রিয়াদও চোটে। মুশফিকুর রহিম ওয়ানডে সিরিজে থাকলেও নেই টি-টোয়েন্টিতে।
দলের অন্যতম পেসার তাসকিন আহমেদ নেই। এই নেইয়ের তালিকায় যুক্ত হয়েছে চোটে পড়া লিটন দাসও। লিটন অবশ্য টি-টোয়েন্টি জয়ের নায়ক, তবে সেই ম্যাচে চোটে পড়ে খেলতে পারেননি দ্বিতীয় টি-টোয়েন্টিতে। না খেলার শঙ্কা তৃতীয় ও শেষ ম্যাচে।
এমন পরিস্থিতিতে দলের তরুণরাই মূল ভরসা। সুযোগ পেলেও নতুনরাও যে নিজেদের প্রমাণ করে ম্যাচ জেতাতে পারেন সেটি তো দেখিয়ে দিয়েছেন।
দলের তরুণ ব্যাটার তাওহীদ হৃদয়ও তেমনটাই মনে করিয়ে দিলেন। শনিবার গণমাধ্যমে এই ডান হাতি ব্যাটার বলেন, ‘জাতীয় দলের হয়ে যখন যে খেলোয়াড়ই খেলতে নামুক চেষ্টা করে দেশকে দেওয়ার এবং দায়িত্ব নেওয়ার। খেলোয়াড়রা জেতার জন্যই মাঠে নামি। কে আছে কে নেই এত কিছু দেখি না। আমাদের মধ্যে ঐ বডি ল্যাঙ্গুয়েজই থাকে যেন জিততে পারি। আমাদের সবার বিশ্বাস আছে ভালো করব।’
দলে সিনিয়র খেলোয়াড়দের না থাকাটাকে খুব একটা অভাববোধ করছেন না বলে জানিয়ে হৃদয় বলেন, ‘আমাদের বড় ভাই যারা ছিলেন তারা আমাদের দেশের জন্য অনেক কন্ট্রিবিউট করেছেন। সব কিছু ঠিক থাকলে তাদের মধ্য থেকে কয়েকজন এখানে খেলত। তাদের ব্যাপারে আসলে আমি কিছু বলব না। এটা এমন একটা জায়গা, সবাই সবসময় থাকবে না। এখন আমরা আছি, একসময় আমরা থাকব না এটাই স্বাভাবিক।’
এমআর/