সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ দলের প্রাণ ভোমরা হয়ে উঠেছেন তাওহীদ হৃদয়। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয় করে এবার বিশ্বকাপ জয়ের মিশনে নামার অপেক্ষা হৃদয়ের। তার আগে বড় একটা স্বপ্ন পূরণ হয়ে গেল এই টাইগার ব্যটারের।
খেলোয়াড় কোটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামে (স্নাতক প্রথম বর্ষ) ভর্তি হয়েছেন তাওহীদ হৃদয়। চলতি বছর নতুন নীতিমালার আওতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার মানোন্নয়ন, মানসম্মত খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ ক্রীড়াবিদ তৈরির লক্ষ্যে চলতি বছরের জুলাইয়ে নতুন নীতিমালায় খেলোয়াড় কোটায় ভর্তি পরীক্ষা ছাড়াই ভর্তির সুযোগের ব্যবস্থার সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সেই সুযোগটাই নিয়েছেন হৃদয়। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পেরে উচ্ছ্বসিত হৃদয় ফেসবুকে লিখেছেন, ‘বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান “ঢাকা বিশ্ববিদ্যালয়ে” ভর্তির স্বপ্ন পূরণ হলো। আমার সম্মানিত শিক্ষকদের আতিথেয়তা আমাকে সম্মানিত করে। আশা করি আপনাদের সবার দোয়ায় আমি আমার গ্রাজুয়েশন সম্পন্ন করতে পারব। আমি আমার জীবনে আপনি সব পেয়ে কৃতজ্ঞ।’
আজকের তাওহীদ হৃদয় হয়ে ওঠার পেছনে তার মায়ের ভূমিকাটা ছিল অপরিসীম। সব সময়ই তিনি মা-কে সামনে আনেন। আজও ভুলেননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে মা-কে উদ্দেশ্য করে হৃদয় লিখেছেন, ‘এখন আমি আমার মাকে বলতে পারি, “আম্মা তোমার ছেলে খেলাধুলার পেছনে সময় দিয়ে অক্সফোর্ড পর্যন্ত পৌঁছাতে না পারলেও প্রাচ্যের অক্সফোর্ডে কিন্তু ঠিকই পৌঁছে গেল।’
এমআর/