সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
তৃতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে কানাডার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলার ডাক পেয়েছিলেন আফিফ হোসেন ধ্রুব। খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনাপত্তিপত্রও পেয়েছেন। কিন্তু দুর্ভাগা আফিফ ভিসা জটিলতায় ধরতে পারেননি কানাডার বিমান।
বিসিবি একটি সূত্র নিশ্চিত করেছে আফিফের কানাডা না যেতে পারার বিষয়টি। তাই যোগ দিয়েছেন এশিয়া কাপের প্রস্তুতি ক্যাম্পে। লিটন দাসের দল সারে জাগুয়ার্সে খেলার কথা ছিল আফিফের।
গত ৩০ জুলাই আফিফের যাওয়ার কথা থাকলেও ভিসা পাননি এখনও। যদি ভিসা পান তাহলে লিগ পর্বের একটি ম্যাচ খেলতে পারবেন।
লিটন ছাড়াও গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে ৫ ম্যাচ খেলে সাকিব যোগ দিয়েছেন শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) দল গল গ্ল্যাডিয়েটর্সে। খেলেও ফেলেছেন একটি ম্যাচ।
লঙ্কা প্রিমিয়ার লিগের গত মৌসুমে আফিফ খেলেছিলেন ডিপেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের হয়ে। সেবার খেললেও এবার সুযোগ পাননি খেলার।
এমআর/