সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
সাকিব আল হাসান ও লিটন দাসের পর এবার গ্লোবাল টি-টোয়েন্টি লিগ খেলতে কানাডায় যাচ্ছেন আফিফ হোসেন ধ্রুব। কানাডার এই ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে এই টাইগার অল-রাউন্ডার খেলবেন লিটন দাসের দল সারে জাগুয়ার্সের হয়ে।
রোববার সকালেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র পেয়ে গেছেন আফিফ। তাই আজ বিকেলেই আফিফের কানাডা উদ্দেশে রওয়ানা করার কথা রয়েছে তার।
টুর্নামেন্টে সারে জাগুয়ার্স খুব একটা ভালো অবস্থানে নেই। এই দলের হয়ের প্রত্যাশা মতো খেলতে পারছেন না লিটনও। এখন পর্যন্ত ৫ ম্যাচে মাত্র দুটিতে জয় পেয়েছে সারে, হেরেছে একটিতে আর বৃষ্টির কারণে ফলাফল হয়নি দুই ম্যাচের।
আফিফ এর আগেও বিদেশি লিগে খেলেছেন। আবুধাবি টি-টেন লিগে খেলা ছাড়াও গতবছর খেলেছেন শ্রীলঙ্কার টি-টোয়েন্টি লিগে। সেবার তার দল জাফনা কিংস হয়েছিল চ্যাম্পিয়ন। এছাড়াও ২০১৯ সালে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পেলেও জাতীয় দলের ব্যস্ততায় যাওয়া হয়নি তার।
এদিকে আগামীকাল থেকে শুরু হচ্ছে এশিয়া কাপের ফিটনেস ক্যাম্প। আফিফসহ বেশ কয়েকজন দেশের বাইরের লিগ খেলায় ব্যস্ত থাকার কারণে থাকছেন না এই ক্যাম্পে। গ্লোবাল লিগ ছড়াও লঙ্কা প্রিমিয়ার লিগে খেলবেন সাকিব, তাওহীদ হৃদয় ও শরিফুল ইসলাম।
এমআর/