সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বেশ প্রত্যাশা নিয়েই কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টিতে খেলতে গিয়েছিলেন লিটন দাস। কিন্তু এরমধ্যে চার ম্যাচ খেলে ফেললেও প্রত্যাশার ছিটেফোঁটাও পূরণ করতে পারেননি এই টাইগার ব্যাটার।
চার ম্যাচে লিটনের ব্যাট থেকে এসেছে মাত্র ৫৩ রান। ব্যাটিং করতে হয়নী একটি ম্যাচে। শুক্রবার রাতে সারে জাগুয়ার্সের হয়ে খেলা লিটন ৩০ বলে করেন ২৫ রান। লিটনের এমন মন্থর ইনিংসের পরও অবশ্য জিতে যায় তার দল।
জতিন্দর সিংয়ের ফিফটি ও অ্যালেক্স হেলসের ঝোড়ো ব্যাটিংয়ে মিসিসাগা প্যান্থার্সের বিপক্ষে ৫৫ রানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জাগুয়ার্স।
আগে ব্যাটিং করে লিটনের দল ৬ উইকেটে ১৬৪ রান তোলে। জাতিন্দর সর্বোচ্চ ৫৭ রান করেন। হেলসের ব্যাট থেকে আসে ২১ বলে ৩৯। রান তাড়া করতে নেমে মিসিসাগা ১০৯ রানে অল-আউট হয়।
এদিন ওপেনিংয়ে না নেমে ওয়ান-ডাউনে ব্যাট করেন লিটন। কিন্তু তার ব্যাট চলে ধীর গতিতে। ১টি চার ও ১টি ছয়ে ৩০ বলে ২৫ রান করে ফেরেন সাজঘরে। এর আগের দুই ম্যাচে লিটনের ব্যাটে আসে ৯ ও ২১ রান। এক ম্যাচে ব্যাটিংয়ে নামতে হয়নি।
এমআর/