সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আফগানিস্তানের বিপক্ষে সবশেষ সিরিজ চলাকালীন প্রথম ওয়ানডে খেলে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে দেন তামিম ইকবাল। ঘোষণার একদিন পার না হতেই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে ক্রিকেটে ফেরার ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক।
এরপর দেড় মাসের ছুটি কাটাচ্ছেন তিনি। এই সময়ে পরিবার নিয়ে দুবাইতে ছুটি কাটিয়েছেন। এরপর চিকিৎসকের শরণাপন্ন হতে লন্ডনে যান তামিম। সেখানে চিকিৎসা নিয়ে আজ বিকেলে দেশে ফেরার কথা নিশ্চিত করেছেন তার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স বিভাগের ডেপুটি ম্যানেজার শাহরিয়ার নাফীস।
‘আমার কাছে তামিমের সর্বশেষ আপডেট আজকে বিকালে সে দেশে ফিরবে।’
তামিম লম্বা সময় ধরেই ফিটনেস নিয়ে ভুগছেন। অন্যদিকে অল-রাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ভুগছেন পারফরম্যান্স নিয়ে। এশিয়া কাপের আগে দুজনের লড়াইটা দুই রকমের। তবে শাহরিয়ার নাফীস নিশ্চিত করেছেন দলে ফিরতে বিসিবি তাদের সর্বোচ্চ সাপোর্ট দিবে।
‘আমি মেডিকেল এক্সপার্ট না। তামিমের কন্ডিশন কী সেই রিপোর্ট আমার পড়ে দেখা হয়নি। এই ব্যাপারে আসলে ডিরেক্টলি বলতে পারব না। একজন প্রাক্তন খেলোয়াড় হিসেবে বলতে পারি ইঞ্জুরির কারণে একজন খেলোয়াড়ের ফিরে আসাটা কখনও সহজ আবার কখনও কঠিন হতে পারে। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব একজন ক্রিকেটারকে শতভাগ সাপোর্ট করা যাতে তারা তাড়াতাড়ি রিকভার করতে পারে। তামিম আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার, রিয়াদ আমাদের চুক্তিবদ্ধ ক্রিকেটার। আমাদের দায়িত্ব হচ্ছে তাদের সবসময় সহযোগিতা করা, এটা কোচের মাধ্যমে হোক, প্র্যাকটিসের মাধ্যমে হোক যেভাবেই হোক। আমরা তা করতে প্রতিজ্ঞাবদ্ধ এবং আমরা সেটা করব।’
আগামী ৩০ সেপ্টেম্বর থেকে পাকিস্তান ও শ্রীলঙ্কায় যৌথভাবে আয়োজন হবে এশিয়া কাপ। এশিয়া কাপ শেষ না হতেই শুরু হবে ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ।
এরমধ্যে ৩২ সদস্যকে নিয়ে ক্যাম্প শুরু করেছে বিসিবি। যেখানে সুযোগ পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এমআর/