সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আজ সোমবার থেকে মিরপুরের একাডেমি মাঠে শুরু হয়েছে এশিয়া কাপের জন্য প্রস্তুতি ক্যাম্প। প্রথমে ৩২ জন নিয়ে ক্যাম শুরু হলেও পরে ফিটনেস টেস্ট শেষে এই দল নেমে আসবে ২০ জনে। যদিও প্রাথমিক দল নির্বাচকরা প্রকাশ করেননি তবে বিসিবি'র একটি সূত্র থেকে পাওয়া গেছে তালিকা।
যে দলে রয়েছেন লম্বা সময় দলের বাইরে থাকা সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ। এছাড়াও তালিকায় আছেন মোসাদ্দেক হোসেন সৈকত, শেখ মেহেদী হাসান, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান।
ইমার্জিং এশিয়া কাপের দলে থাকাও বেশ কজনকে রাখা হয়েছে এই দলে। মাহমুদুল হাসান জয়, জাকির হাসান তানজিম সাকিব, তানজিদ তামিম ডাক পেয়েছেন ক্যাম্পে।
আগামী বৃহস্পতিবার ফিটনেস টেস্ট শেষে চূড়ান্ত হবে ২০ জনের দল। ফিটনেস ক্যাম্পে খারাপ করলে কাউকে বাদ দেওয়া হবে কী না এ নিয়ে রোববার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, ‘না না না, এটার---স্টান্ডার্ডটা তো দেখতে হবে। অনেকদিন হয় প্রথম শ্রেণী, প্রিমিয়ার লিগ শেষ করেছে, অনেক লম্বা পড়েছে কারো কারো। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা দেখার জন্য কতটুকু আছে রেঞ্জ।’
ক্যাম্পে ডাক পাওয়া ৩২ ক্রিকেটার:
তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসুম আহমেদ, আফিফ হোসেন ধ্রুব, লিটন কুমার দাস, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মাহমুদুল হাসান জয়, শামীম হোসেন পাটুয়ারি, রেজাউর রহমান রাজা, রনি তালুকদার, তানজিম সাকিব, নাজমুল হোসেন শান্ত, শরিফুল ইসলাম, শেখ মেহেদী হাসান, সৌম্য সরকার, নুরুল হাসান সোহান, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইয়াসির আলী রাব্বি, জাকির হাসান, সাইফ হাসান, ইবাদত হোসেন চৌধুরী, নাঈম শেখ, তাওহিদ হৃদয়, মোসাদ্দেক হোসেন সৈকত ও তানজিদ তামিম।
এমআর/