সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের সেরা অধিনায়কের তালিকা করলে মহেন্দ্র সিং ধোনি সবার উপরেই থাকবেন। ওয়ানডে বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, টি-টোয়েন্টি বিশ্বকাপ কি জেতাননি ধোনি! সবশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চ্যাম্পিয়ন হয়ে যেন সব মাত্রা ছাড়িয়ে গেছেন তিনি। কলকাতার মাঠে কলকাতার বিপক্ষে খেলা হলেও গ্যালারি ছেয়ে যায় চেন্নাইয়ের জার্সিতে। তাকে পেলে একবার ছুঁয়ে দেখা কিংবা একটা ছবি তুলে রাখার সুযোগ হাতছাড়া করবে না কেউ।
তেমনই ঘটনা ঘটল বিমানে। যতটা সাধারণ ভাবে চলা যায় সেই চেষ্টাটাই করেন ধোনি। সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গেছে, বিমানে ঘুমাচ্ছেন ধোনি, ওই সময়ে এক বিমানবালা দূর থেকে সেলফি তুলে নিয়েছেন এবং নিজের সঙ্গে ভিডিও ধারণ করেছেন চওড়া হাসি মুখে।
যা সাধারণ মানুষের মন কাড়লেও ধোনির কিছু ভক্ত মেনে নিতে পারছেন না। তারা মেতেছেন সমালোচনায়। তাদের দাবি, ঘুমন্ত ধোনির সঙ্গে কেন ছবি, ভিডিও করতে হবে? অনেকে আবার দাবি করেছেন, বিমান সংস্থার উচিত ওই বিমানবালার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার।
এর আগেও ধোনির বিমানযাত্রার একটি ভিডিও ভাইরাল হয়। সেবার দেখা গেছে, একজন বিমানবালা এসে ধোনিকে চকলেট দিতে চাইলে তিনি তা হাসিমুখে গ্রহণ করেন।
এমআর/