সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
ভারতের কিংবদন্তি অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির প্রতি শ্রদ্ধা জানিয়ে, তার ব্যবহার করা ৭ নম্বর জার্সিকে অবসর দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)।
শুক্রবার (১৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ইন্ডিয়া টুডে।
প্রতিবেদনে বলা হয়, অবসরে যাওয়ার পর ভারত ক্রিকেট দলে আর কোনো খেলোয়াড় ৭ নম্বর জার্সি ব্যবহার করতে পারবেন না।
ক্রিকেটের একজন আইকনিক ব্যক্তিত্ব, খেলোয়াড় এবং অধিনায়ক হিসেবে দুর্দান্ত রেকর্ডের অধিকারী ধোনি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে, তিনি ভারতকে ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১১ ওডিআই বিশ্বকাপ এবং ২০১৩ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি জিতিয়েছেন।
ধোনি ভারতের হয়ে ৩৫০টি ওডিআই ম্যাচে ৫০.৫৭ গড়ে ১০ হাজার ৭৭৩ রান করেছেন। ১০টি সেঞ্চুরি এবং ৭৩টি হাফ সেঞ্চুরি করেছেন। টি-টোয়েন্টিতে ধোনি ৯৮ ম্যাচে করেছেন ১৬১৭ রান। ৯৭টি টেস্ট ম্যাচে ৪৮৭৬ রান করেছেন, ৬টি সেঞ্চুরি এবং ৩৩টি হাফ সেঞ্চুরি করেছেন।
শচীন টেন্ডুলকারের পর ধোনি দ্বিতীয় খেলোয়াড় যার জার্সিকে অবসর দিয়েছে বিসিসিআই।
এও/এইউ