সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০১৯ সালের আইপিএলে থেকে বেশ বাজেভাবে বিদায় নিয়েছিল চেন্নাই সুপার কিংস। এরপর তো নানা গুঞ্জন উঠেছিল দলনেতা মহেন্দ্র সিং ধোনির ভবষ্যত নিয়ে। ধোনিকে রাখবে কী না, ধোনি অবসর নেবেন কী না এমন হাজারো কথা উঠেছিল ভারতীয় গণমাধ্যমে। এরপরের আসরেই (২০২১) সগৌরবে ফিরে হন চ্যাম্পিয়ন।
এবারের আসরের শুরুতেও ধোনি ছিলেন নিষ্প্রভ। অথচ সেই ধোনির কাঁধে ভর করে দশমবারের মতো ফাইনালে উঠে গেল চেন্নাই সুপার কিংস। মঙ্গলবার আসরের প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলে শীর্ষে থাকা দল গুজরাট টাইটান্সকে হারিয়েছে চেন্নাই।
ঘরের মাঠ এমএ চিদামবারাম স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে চেন্নাই সুপার কিংস। গুজরাট যেমনটা দল, সে হিসেবে খুব বড় সংগ্রহ পায়নি চেন্নাই। প্রথম ১০.৩ ওভারে ওপেনিং জুটিতে ৮৭ রান যোগ করেছিলেন ডেভন কনওয়ে ও ঋতুরাজ গাইকোয়াড়। ওই জুটি ভাঙে সাতটি চার ও এক ছক্কায় ৪৪ বলে ৬০ রান করা গাইকোয়াড়ের বিদায়ে।
এরপর শিভাম দুবে (১) ও আজিঙ্কা রাহানে (১০ বলে ১৭রান) ফিরে যান। চতুর্থ ব্যাটার হিসেবে ওপেনার ডেভন কনওয়ে ফিরে যান ৩৪ বলে ৪০ রান করে। চারটি চারের শটে ওই রান করেন তিনি। কিউই এই ব্যাটারই দলের হারের কারণ হবেন এমনই মনে হচ্ছিল। শেষ পর্যন্ত রাইডুর ১৭ ও জাদেজার ২২ রানে ৭ উইকেটে ১৭২ রান তোলে চেন্নাই।
জবাব দিতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে গুজরাট টাইটান্স। গেল আসরের চ্যাম্পিয়ন দলটি ৯৮ রানে ৬ উইকেট হারিয়ে একপ্রকার হার মেনে নেয়। পরপর দুই ম্যাচে সেঞ্চুরি করা শুভমন গিল কেবল ভরসা দিচ্ছিলেন। তিনি ৩৮ বলে ৪২ করে আউট হন। এর আগে ঋদ্ধিমান (১২), হার্ডিক পান্ডিয়া (৮), দাশুন শানাকা (১৭), বিজয় শঙ্কর (১৪) ফিরে হন। শেষে ১৬ বলে ৩০ রান করে রশিদ খান কেবল হারের ব্যবধান কমান।
হারলেও গুজরাটের ফাইনালে যাওয়ার আরেকটি সুযোগ আছে। বুধবার মুম্বাই ইন্ডিয়ান্স ও লক্ষ্নৌ সুপার জায়ান্ট এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে। ওই ম্যাচের জয়ী দল দ্বিতীয় কোয়ালিফায়ার খেলবে গুজরাটের বিপক্ষে। জয়ী দল চলে যাবে ফাইনালে।