দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আইপিএল ২০২৪ আসরের খেলোয়াড় নিলামের দিন সকালেই নাম সরিয়ে নেন দুই টাইগার পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম। চূড়ান্ত তালিকায় এই দুজনের সঙ্গে ছিলেন আরেক পেসার মোস্তাফিজুর রহমান।
নিলাম থেকে দলও পেয়েছেন মোস্তাফিজ। ভিত্তিমূল্য ২ কোটি রুপিতে মাহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস দলে ভিড়িয়েছে। তবে সুযোগ ছিল বাকি দুই পেসারেরও দল পাওয়ার। তাদের নিয়েও আগ্রহ ছিল ফ্র্যাঞ্চাইজিদের। কেন না নিলামে ৬ জন বাংলাদেশি থাকলেও সেখান থেকে ৩ জনের নাম বাদ দিয়ে চূড়ান্ত তালিকায় রাখা হয় ৩ জনকে।
তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) একবারে শেষ সময়ে তাদের নাম সরিয়ে নিতে বলেন। শরিফুল-তাসকিনকে নাম তুকে নিতে বললেও মোস্তাফিজকে ছাড়ে। এই দুই পেসারকে আইপিএল ছাড়তে বিসিবির রাজি না হওয়ার কারণ, দুজনই ইনজুরি প্রবণ।
এ নিয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনুস বলেছেন, ‘তাসকিন-শরিফুলকে না দেওয়ার কারণ হচ্ছে তাদের ইনজুরি। তাসকিন কিন্তু এখনও অনুশীলন করছে। কালও আমার সঙ্গে কথা হয়েছে সে বলছে আমি প্রায় ফিট। কিন্তু এই দুইজন খুবই ইনজুরি প্রবণ খেলোয়াড়। আপনারা জানেন যে বিশ্বকাপে তাসকিন কিন্তু পুরোপুরি ফিট ছিল না। সে কিন্তু ফিফটি পার্সেন্ট ফিট হয়ে খেলেছে।’
তাদের আর্থিক ক্ষতিপূরণের দিকটি বিসিবি দেখবে কিনা সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জালাল ইউনুস বলেছেন, ‘ক্ষতিপুরণের কথা খারাপ শোনায়। বোর্ড আর খেলোয়াড়ের মধ্যে এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং।’
এমআর/