সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়া কাপ ও বিশ্বকাপকে সামনে রেখে শুরু হচ্ছে বাংলাদেশ দলের ফিটনেস ক্যাম্প। আগামীকাল সোমবার থেকে যে যার মতো করে নিজেদের ফিটনেস ঝালিয়ে নেওয়ার পর আগামী বৃহস্পতিবার ৩ তারিখে হবে ‘ইয়ো-ইয়ো’ পরীক্ষা।
এই ফিটনেস পরীক্ষার দুইদিন পর শুরু হবে ২১-২২ জন নিয়ে হবে এশিয়া কাপের মূল ক্যাম্প। এ নিয়ে আজ রোববার তিন নির্বাচক বসে ফিটনেস ক্যাম্পের জন্য ৩২ জনের নাম চূড়ান্ত করেছেন বলে জানিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
‘আমাদের ফিটনেস ক্যাম্প শুরু হচ্ছে। ৩ তারিখে ইয়ো ইয়ো টেস্ট আছে। আমরা দেখতে চাচ্ছি খেলোয়াড়দের ফিটনেস লেভেলটা কোন পর্যায়ে আছে। একটা মান দেখার জন্য। আমরা ৩২ জন খেলোয়াড় তৈরি করেছি। ওরা ইয়ো ইয়ো টেস্ট করে যাবে। তারপর স্কিল শুরু হবে ৮ তারিখে। এর আগে ৫-৬ তারিখে ২১ বা ২২ জনের একটা দল দেব। ওরাই স্কিল করবে এশিয়া কাপের জন্য।’
যদিও ৩২ জনের দলে কারা আছেন এটি পরিষ্কার করতে চান না প্রধান নির্বাচক। সরাসরি ২১-২২ জনের দল দেয়া হবে।
‘৩২ জনের দল আমরা প্রকাশ করছি না, এটা আমাদের মধ্যেই থাকবে। ২১-২২ জনের যে স্কোয়াড দিব সেটা আমরা প্রকাশ করব।’ ফিটনেস ক্যাম্পে খারাপ করলে কাউকে বাদ দেওয়া হবে কী না এ নিয়ে নান্নু বলেন, ‘না না না, এটার---স্টান্ডার্ডটা তো দেখতে হবে। অনেকদিন হয় প্রথম শ্রেণী, প্রিমিয়ার লিগ শেষ করেছে, অনেক লম্বা পড়েছে কারো কারো। কেউ কেউ ইমার্জিং শেষ করেছে, কেউ টাইগার্স ক্যাম্পে ছিল। আমরা দেখার জন্য কতটুকু আছে রেঞ্জ।’
তামিম ইকবালকে এশিয়া কাপের দলে রাখা হবে কী না এ নিয়ে নান্নু বলেন, ‘মেডিকেল থেকে আমরা এখনো কোন আপডেট পাইনি। আমরা দল তৈরি করার আগে আশা করছি একটা রিপোর্ট পাব। আশা করছি অবশ্যই সুস্থ হয়ে ফিরে আসবে তাড়াতাড়ি।’
এমআর/