সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের ম্যাচে চিলির বিপক্ষে বড় জয় পেয়েছে আর্জেন্টিনা। চিলিকে ৩-০ গোলে হারিয়েছে আলবিসেলেস্তারা। আর্জেন্টিনার হয়ে গোল করেছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, হুলিয়ান আলভারেজ এবং দীর্ঘদিন পর দলে ডাক পাওয়া পাওলো দিবালা।
ম্যাচের শুরু থেকেই চিলিকে চেপে ধরে আলবিসেলেস্তারা। একের পর এক আক্রমণে কোণঠাসা হয়ে পরে সফরকারীরা। তবে প্রথম হাফে গোল করতে পারেনি আর্জেন্টিনা।
তবে দ্বিতীয় হাফের শুরুতেই আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিভারপুলের মিডফিল্ডার ম্যাক অ্যালিস্টার। এরপরেও চিলির উপরে চাপ বজায় রাখে আলবিসেলেস্তারা। চিলি ম্যাচে কোনো প্রকার প্রতিরোধই তৈরি করতে পারেনি।
এদিকে, নির্ধারিত সময় শেষের ছয় মিনিট আগে আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন হুলিয়ান আলভারেজ। লো সেলসোর পাস থেকে দুর্দান্ত এক গোল করেন অ্যাতলেটিকো মাদ্রিদের এই স্ট্রাইকার।
আর বাড়ানো সময়ের প্রথম মিনিটে গোলের দেখা পান দীর্ঘদিন পর আর্জেন্টিনার দলে ডাক পাওয়া পাওলো দিবালা।
উল্লেখ্য, বিশ্বকাপ বাছাইপর্বের কনমেবল অঞ্চলের টেবিলের শীর্ষেই ছিল আর্জেন্টিনা। আর এই জয়ে শীর্ষস্থানটা আরও মজবুত হলো।
অ