সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
উয়েফা নেশন্স লিগের অভিযানের শুরুতে বড় ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। একই সঙ্গে তিন তারকা ছিটকে পড়েছে থ্রি লায়নসদের স্কোয়াড থেকে।
ফিল ফোডেন, কোল পালমার এবং ওলে ওয়াটকিন্সকে নিয়েই নেশন্স লিগের প্রাথমিক স্কোয়াদ ঘোষণা করেছিলেন ইংল্যান্ডের অন্তর্বর্তীকালিন কোচ লি কার্সলি। কিন্তু দল থেকে ছিটকে পড়েছেন তিনজনই।
ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড ফিল ফোডেন সম্প্রতি পিএফএ প্লেয়ার অফ দ্য ইয়ারের পুরস্কার জিতেছেন। কার্সলি তাকে স্কোয়াডে রাখলেও অসুস্থতার জন্য যোগ দিতে পারেননি ফোডেন।
চেলসির কোল পালমার এবং অ্যাস্টন ভিলার ওলে ওয়াটকিন্স অবশ্য সেন্ট জর্জ পার্কে ইংল্যান্ড দলের ক্যাম্পে যোগ দিয়েছিলেন। কিন্তু চোটের কথা বিবেচনা করে তাদেরকে নিজ নিজ ক্লাবে পাঠিয়ে দেয়া হয়েছে। ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন বিবৃতিতে জানায়, দুজনই নিজ নিজ ক্লাবে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবে।
আগামী শনিবার (৭ সেপ্টেম্বর) ডাবলিনে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ইংল্যান্ড। এর তিনদিন পর ওয়েম্বলিতে তাদের প্রতিপক্ষ ফিনল্যান্ড। গত ১৪ জুলাই ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এবারই প্রথম মাঠে নামতে যাচ্ছে ইংলিশরা।
স্পেনের কাছে হারের পর কোচ গ্যারেথ সাউথগেট পদত্যাগ করেন। তার জায়গায় ৯ আগস্ট অনূর্ধ্ব-২১ দলের কোচ কার্সলিকে অন্তুর্বর্তীকালীন দায়িত্ব দেয়া হয়।
নেশন্স লিগের জন্য কার্সলি অ্যাঞ্জেল গোমেস, তিনো লিভরামেন্তো, মর্গান গিবস-হোয়াইট এবং ননি মাদুয়েকের মতো তরুণদের দলে ডেকেছেন। অনূর্ধ্ব-২১ দলের কোচ থাকাকালীন এরা সবাই তার অধীনে খেলেছেন।
এছাড়া ম্যানচেস্টার সিটির উইঙ্গার জ্যাক গ্রিলিশ এবং হ্যারি ম্যাগুয়ের, যাদের ইউরো স্কোয়াডে জায়গা হয়নি, তাদের দুজনকেও নেশন্স লিগের জন্য দলে রেখেছেন কার্সলি।
কে