সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক জয়ের পর টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোনে শুভেচ্ছা জানান ড. মুহাম্মদ ইউনূস। ফোনালাপের বিষয়টি নিশ্চিত করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দলকে সংবর্ধনা দেবে সরকার।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাওয়ালপিন্ডিতে বৃষ্টির সম্ভাবনা ছিল। সেই সঙ্গে ছিল বজ্রঝড়ের। তবে সব আশঙ্কা ও শঙ্কার মেঘ দূর করে ইতিহাস গড়ে টাইগাররা।
জয়ের পর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, জয়ের পরপরই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে ফোন করেন ড. ইউনূস। ফোন করে তাকে এবং তার দলকে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন তিনি।
ফোনে ড. ইউনূস বলেন, ‘সরকার এবং আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। তোমাদের নিয়ে পুরো জাতি গর্বিত।’
বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফেরার পর তাদেরকে সংবর্ধনা দেওয়া হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
অ