সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
স্প্যানিশ লা লিগায় রাতে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। লিগে দ্বিতীয় স্থান পুনরুদ্ধার করতে মরিয়া জাভির দল। এদিকে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুলকে আতিথ্য দেবে অ্যাস্টন ভিলা। ম্যাচ দুটি খেলা হবে রাত ১টায়।
এস্তাদি ওলিম্পিক লুইস কোম্পানিস স্টেডিয়ামে সোসিয়েদাদকে আতিথ্য দেবে বার্সা। সবশেষ ম্যাচে জিরোনার কাছে হারে শিরোপা ধরে রাখার আশা শেষ হয়ে যায় কাতালান ক্লাবের। ওই হারে চার ম্যাচ হাতে রেখে শিরোপা নিশ্চিত হয়ে যায় রিয়াল মাদ্রিদের।
৩৫ ম্যাচে ৯০ পয়েন্ট কার্লো আনচেলত্তির দলের। সমান ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে দুইয়ে জিরোনা। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে তিনে বার্সা। কাতালান এ দলটির দ্বিতীয় স্থান ধরে রাখেতে জয় ছাড়া বিকল্প কিছু নেই। সোসিয়েদাদের রক্ষণে বেশ আগ্রাসী, আক্রমণভাগেও তাদের অনেক শক্তি আছে। তবে ঘরের মাঠে শক্ত এ প্রতিপক্ষকে প্রতিহত করতে চাইবে বার্সেলোনা।
প্রিমিয়ার লিগে, ঘরের মাঠে ভিলা পার্ক স্টেডিয়ামে পয়েন্ট তালিকায় তিনে থাকা লিভারপুলকে রুখে দিতে মাঠে নামবে অ্যাস্টন ভিলা। দু’দলেই রয়েছে এবার লিগে টপ স্কোর করা খেলোযাড়।
এ মৌসুমে চমক দেখিয়েছেন ওলি ওয়াটকিনস। চলতি মৌসুমে এখন পর্যন্ত ১২ টি গোলে সহায়তা করেছেন এ ইংলিশ স্ট্রাইকার। ১০ গোলে সহযোগিতা করে যৌথভাবে দুই নম্বরে আছেন ছয়জন। লিভারপুলের মোহাম্মদ সালাহ আছেন দুই নম্বর তালিকায়। হেড টু হেডে লিভারপুল এগিয়ে আছে। সবশেষ পাঁচ ম্যাচে দেখায় সবকয়টিতে জয় পেয়েছে ক্লপ শিষ্যরা। তবে ঘরের মাঠে চমক দেখাতে পারে অ্যাস্টন ভিলা।
এফএইচ