সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
চট্টগ্রামে টানা তিন ম্যাচে হেরে যাওয়া সফরকারী দল জিম্বাবুয়ের জন্য সিরিজের শেষ দুটো ম্যাচ এখন শুধুই আনুষ্ঠানিকতা।
শুক্রবার (১০ মে) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। অন্যদিকে টসে হেরে উড়ন্ত শুরু করে বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটিতে আসে ১০১ রান। তবে এরপর বাকি সবাই মিলে মাত্র ৪২ রান তুলতে সক্ষম হন।
এদিন শুরু থেকেই সৌম্য সরকার ও তানজিদ হাসান জিম্বাবুয়ের বোলারদের ওপর চড়াও হয়ে খেলতে থাকেন। তাদের ঝোড়ো ব্যাটিংয়েই দীর্ঘ ১ বছর পর টি-টোয়েন্টিতে বাংলাদেশের উদ্বোধনী জুটিতে সেঞ্চুরি পেরিয়েছে।
ম্যাচের ১২তম ওভারের দ্বিতীয় বলে লুক জঙ্গুকে কাভারের ওপর দিয়ে তুলে মারতে যান তানজিদ তামিম। আকাশে ভেসে থাকা বল কাভারে তালুবন্দী করেছেন জোনাথন ক্যাম্পবেল। ৩৭ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫২ রান করেন তানজিদ তামিম। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটা তার দ্বিতীয় ফিফটি।
একই ওভারের শেষ বলে সৌম্য সরকারকেও লেগ বিফোরের ফাঁদে ফেলে সাজঘরের পথ দেখান জঙ্গুই। তিনি ৩৪ বলে ৪১ রান করেন।
লুক জঙ্গুর বলে উদ্বোধনী জুটি মাঠ ছাড়ার পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে বাংলাদেশের ইনিংস। ওপেনিং জুটি যতক্ষণ ছিল, ততক্ষণ রানরেট ৮ এর নিচে নামেনি। ৬৮ বলে ১০১ রানের জুটি গড়েন সৌম্য-তানজিদ তামিম।
১২তম ওভারে দুই ওপেনারের বিদায়ের পর নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। নাজমুল হোসেন শান্ত (২), সাকিব আল হাসান (১), জাকের আলী (৬) ও রিশাদ হোসেনরা (২) দলকে হতাশ করতে থাকেন।
জঙ্গুর (৩/২০) সঙ্গে রিচার্ড এনগারাভা (২/২৭) ও ব্রায়ান বেনেট (২/২০) উইকেট শিকারের উৎসবে যোগ দেন। সিকান্দার রাজা ও ব্লেসিং মুজারাবানি নেন একটি করে উইকেট।
ডিপি/