সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
নড়াইলে তিনদিনব্যাপী ইন্টার ব্যাচ ক্রিকেট টুর্ণামেন্ট অংশগ্রহণ করলেন হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপি। শনিবার (১৩ এপ্রিল) সকাল ৯টার দিকে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলায় অংশগ্রহণ করেন তিনি। এর আগে গতকাল খেলা শুরু হয়।
১৯৯৯ ব্যাচের খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের এসএসসি ব্যাচের বিরুদ্ধে মাঠে নামেন মাশরাফি।
প্রথমে ১৯৯৮ ব্যাচ ব্যাট করতে নেমে ৭৪ রান করে। মাশরাফির ১৯৯৯ ব্যাচ ৭৫ রানের জবাবে ২ ইউকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়।
নড়াইল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ১৯৯০ সালের এসএসি ব্যাচ থেকে শুরু করে ২০২১ সালের ব্যাচ। পর্যন্তু ৩১টি ব্যাচের ৩১টি দলের অংশগ্রহণ করছে। ৮ ওভারে এ খেলায় ১১ জন খেলোয়াড় এ খেলায় অংশ গ্রহণ করছে। খেলা চলবে রোববার (১৪ এপ্রিল) পর্যন্তু।
ইন্টার ব্যাচ ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজনের মাধ্যমে বিদ্যালয়ের সাবেক বড় ভাইদের সঙ্গে পরিচিতি হচ্ছে। এতে করে নড়াইলে বিভিন্ন সমাজ-সামাজিকতা আরও অগ্রগতি হবে। এ ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন হুইপ মাশরাফি বিন মর্তুজা এমপি।
এফএইচ