সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
দেশে ৩০ দিনের সিয়াম সাধনার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র রমজান মাস। তবে কয়েকটি দেশে ২৯টিও রোজা হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সারাদেশে উদযাপিত হচ্ছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ উদযাপন করছেন জাতীয় দলের ক্রিকেটাররা। আনন্দঘন মুহূর্তের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ক্রিকেটাররা।
এবার যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে ঈদ করছেন সাকিব আল হাসান। উমরাহ পালন শেষে সাকিব সরাসরি যুক্তরাষ্ট্রে চলে যান বিশ্বসেরা অলরাউন্ডার। ফেসবুকে ঈদ শুভেচ্ছা জানিয়ে সাকিব লিখেছেন, ‘আপনাকে এবং আপনার পরিবারকে ঈদ মোবারক! এই আনন্দের দিন আপনার জন্য শান্তি, সমৃদ্ধি এবং অফুরন্ত রহমত নিয়ে আসুক।’
জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবার ঈদ করছেন ঢাকাতে। পরিবারকে নিয়ে তার কাটছে আনন্দময় সময়। ফেসবুকে তামিম ইকবাল লিখেছেন, ‘ঈদ মোবারক! সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা।’
বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম ঈদ পালন করছেন নিজ শহর বগুড়াতে। ঈদের নামাজের ছবি ফেসবুকে পোস্ট দিয়ে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘ঈদের এই শুভ দিনে আমার সকল শুভাকাঙ্ক্ষীদের আন্তরিকভাবে জানাই ঈদের শুভেচ্ছা। আসুন সকল ভেদাভেদ, হিংসা-বিদ্বেষ ভুলে ভালোবাসা ছড়িয়ে দেই সবার মাঝে, ঈদ মোবারক।’
আরএ