সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
আইরিশদের বিপক্ষে দুর্দান্ত শুরু বাংলাদেশের। প্রথম সেশনে ৩ উইকেট নিলেও লাঞ্চ বিরতির পর হ্যারি ট্র্যাক্টর ও কার্টিস ক্যাম্পারের ব্যাটে শক্ত প্রতিরোধ গড়ে তোলে সফরকারীরা। তবে দুজনের জুটি ভেঙে স্বস্তি ফেরান মেহেদী মিরাজ।
ট্র্যাক্টরকে (৫০) বিদায় করেন বোল্ড করে। এরপর পিটার মুরকে ১ রানে ফেরান তাইজুল ইসলাম। বল হাতে দুর্দান্ত তাইজুল উইকেট নিয়েছেন এখন পর্যন্ত ৩টি। ইনিংসের ৫৯তম ওভারটি করতে আসেন তিনি।
ওভারের প্রথম বলেই লেগ সাইডে উড়িয়ে মেরেছিলেন ম্যাকব্রিন। ডিপ মিডউইকেটে বাউন্ডারি লাইনে ছিলেন তামিম ইকবাল। শূন্যে ঝাঁপিয়ে ডাইভ দিলেও বাউন্ডারি ঠেকাতে পারেননি তিনি। উল্টো নিয়ন্ত্রণ হারিয়ে নিজেই চলে যান বাউন্ডারি লাইনের বাইরে।
বেশ বাজে ভাবে পড়ে ধাক্কা খান গ্র্যান্ডস্ট্যান্ডের গাল্যারির সঙ্গে। এরপর মাঠ কর্মীদের সহায়তা নিয়ে মাঠে ছাড়েন তামিম। এরপর আর মাঠে নামতে পারেননি। এ নিয়ে এখনও কিছু জানানো হয়নি বিসিবি থেকে।