সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বাংলাদেশ ক্রিকেটাঙ্গনে বিপিএলের পরেই রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর উচ্ছ্বাস উন্মাদনা। এক কথায় ক্রিকেটপাড়ায় ডিপিএল নিয়ে উৎসাহের কোন কমতি নেই। ঢাকার এ ঘরোয়া ক্রিকেট খেলতেই এককালে বাংলাদেশে এসেছিলেন ওয়াসিম আকরাম, সনাৎ জয়সুরিয়াদের মতো তারকারা।
সেই ডিপিএলের আসর শুরু হয়েছে সোমবার (১১ মার্চ)। নিজ নিজ ম্যাচে জয় পেয়েছে সাকিব আল হাসানের দল শেখ জামাল ও তামিম ইকবালের প্রাইম ব্যাংক। যদিও তামিম মাঠে থাকলেও, সেদিন খেলেননি সাকিব।
আর আজ ডিপিএলে নিজেদের মিশন শুরু করবে মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদি হাসান মিরাজের মোহামেডান। আজ সকাল ৯টায় সিটি ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মোহামেডানের মৌসুম। এছাড়াও রয়েছে ব্রাদার্স ইউনিয়ন বনাম লেজেন্ডস অফ রূপগঞ্জ এবং গাজী গ্রুপ ক্রিকেটার্স বনাম রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব।
মৌসুমের প্রথমে শ্রীলংকার বিপক্ষে সিরিজের কারণে পাওয়া যাবে না মোহামেডানের মাহমুদউল্লাহ ও মিরাজকে।
ব্যস্ত থাকলেও নিজেদের ক্লাবের জন্য ঠিকই বার্তা পাঠিয়েছেন দুই তারকা। চট্টগ্রাম থেকে ভিডিওবার্তার মাধ্যমে জানিয়েছেন শুভকামনা। গতকাল জার্সি উন্মোচনের সময়েও এই দুজনের জন্য জায়গা ছেড়েই দাঁড়িয়েছিলেন মোহামেডানের বাকি খেলোয়াড়রা।
চট্টগ্রাম থেকে ভিডিওবার্তায় মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, খুবই আশাবাদী। আমার মনে হয়, আমাদের দলটা খুবই ভালো হয়েছে। আমি আশা করি, আমরা যদি শর্ট টার্ম গোলগুলো অ্যাচিভ করতে পারি, ইনশাআল্লাহ, যেটা আমাদের লং টার্ম গোল, সবাই জানে আমরা চ্যাম্পিয়ন হতে চাই। তবে তার আগে আমাদের নিশ্চিত করতে হবে, আমরা আমাদের শর্ট টার্ম গোলগুলো যেন অ্যাচিভ করতে পারি।
নিজের ভূমিকা নিয়েও সচেতন অভিজ্ঞ এই অলরাউন্ডার, ‘আমার ভূমিকাটা অবশ্যই গুরুত্বপূর্ণ দলের জন্য এবং আমি আশাবাদী যখন আমি মোহামেডান শিবিরে যোগ দেব, আমি আশা করি ভূমিকা রাখব।’
স্কোয়াডে তারকা না থাকলেও আশাবাদী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ, ‘প্রত্যেকটা জায়গায় ভালো ভালো খেলোয়াড় আছে। আমি আছি, রিয়াদ ভাই আছেন, ইমরুল ভাই আছেন, রনি তালুকদার, নাসুম, নাঈম হাসান আছেন। সব মিলিয়ে আমাদের টিমটা খুবই ভালো হয়েছে। আশা করি, আমরা এবার খুবই ভালো ক্রিকেট খেলব।
শ্রীলংকার বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ করে মোহামেডানে যোগ দেবেন মাহমুদউল্লাহ। আর মিরাজ যোগ দেবেন টেস্ট সিরিজ শেষে। দলটির অধিনায়ক হিসেবে থাকছেন ইমরুল কায়েস।
আরআই