সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
একাদশে সমান তিনজন করে পেসার ও স্পিনার রেখেছে বাংলাদেশ। প্রথম সেশনে সেটির সুফলও পেল স্বাগতিকরা। মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সফরকারীরা।
ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়তে হয়েছে আইরিশদের। দুই প্রান্ত থেকে বোলিংয়ে আসেন শরিফুল ইসলাম ও খালেদ আহমেদ। ইনিংসের পঞ্চম ওভারের প্রথম বলেই শরিফুলের গতি আর সুইংয়ে এলবিডব্লুর শিকার হন মুরে কমিন্স।
মাত্র ৫ রান করে সাজঘরে ফিরতে হয় আইরিশ ওপেনারকে। ১০ম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে উইকেট তুলে নেন পেসার এবাদত হোসেন।
জেমস ম্যাককলাম অফ স্টাম্পের বেশ বাইরের বলে ব্যাট চালিয়ে নিজের বিপদ নিজেই ডেকে আনেন আইরিশ ওপেনার। সেকেন্ড স্লিপে থাকা নাজমুল হোসেন ক্যাচ নিতে গিয়ে শুরুতে গড়বড় করে ফেললেও পরে তালুবন্দি করেন বল।
শুরুটা পেস দিয়ে হলেও দিনের প্রথম ঘণ্টাতেই স্পিন নিয়ে আসেন টাইগার অধিনায়ক। মেহেদী হাসান মিরাজকে দিয়ে শুরুর পর আসেন তাইজুল ইসলাম।
২৭ রানে ২ উইকেট হারানোর পর জুটি গড়ছিলেন হ্যারি টেক্টর ও অ্যান্ড্রু বলবার্নি। তবে এই জুটিও বড় হতে দেননি তাইজুল ইসলাম। দলীয় ৪৮ রানের মাথায় এন্ড্রু বলবার্নিকে ১৬ রানে বিদায় করেন এলবিডব্লুর ফাঁদে ফেলে।
মধ্যাহ্ন বিরতির আগে ৩ উইকেট হারিয়ে ৭৪ রান তোলে আইরিশরা। অপরাজিত আছেন কার্টিস ক্যাম্পার ১৪* ও হ্যারি টেক্টর ২৬*।