সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
বৃষ্টি বাধার পর ব্যাট করতে নেমে দুই প্রান্ত থেকে ব্যাট হাতে ঝড় তোলেন লিটন দাস ও রনি তালুকদার। শেষ পর্যন্ত লিটনের ঝোড়ো ব্যাটিং রূপ নেয় ঘূর্ণিঝড়ে। মাত্র ১৮ বলে অর্ধশতক পূর্ণ করে ভাঙেন ১৭ বছর আগে মোহাম্মদ আশরাফুলের করা ২০ বলে অর্ধশতকের ইনিংস খেলার রেকর্ড।
এদিন লিটনের ব্যক্তিগত রেকর্ড ছাড়াও আরেকটি রেকর্ড গড়ে বাংলাদেশ। দুই ওপেনার মিলে গড়েন বাংলাদেশের পক্ষে টি-টোয়েন্টিতে রেকর্ড ১২৪ রানের জুটি।
দুই ওপেনারের জুটি ভাঙে ২৩ বলে ৪৪ রান করা রনির বিদায়ে। এরপর লিটন দাস বিদায় নেন ৪১ বলে ৩টি ছয় ও ১০ চারে ৮৩ রানের ইনিংস খেলে।
দুুই ওপেনারের বিদায়ের পর তাওহীদ হৃদয়কে নিয়ে ২৯ বলে ৬১ রানের জুটি বাঁধেন সাকিব আল হাসান। হৃদয় ১৩ বলে ২৪ রান করে বিদায় নিলেও সাকিব খেলেছেন ২৪ বলে ৩৮ রানের ইনিংস।
সব মিলে কার্টেল ওভারের ম্যাচে ১৭ ওভারে বাংলাদেশ সংগ্রহ করে ৩ উইকেটে ২০২ রান।
আয়ারল্যান্ড: মার্ক অ্যাডেয়ার, রস অ্যাডেয়ার, কার্টিস ক্যাম্পার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হুম, পল স্টার্লিং (অধিনায়ক), হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট, ক্রেইগ ইয়াং।
বাংলাদেশ: সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, শামীম হোসেন পাটোয়ারী, তাওহীদ হৃদয়, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মোস্তাফিজুর রহমান।