সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে সরাসরি কোয়ার্টার-ফাইনালে খেলছে বাংলাদেশ। আজ নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে টাইগাররা।
সকালে হ্যাংঝুর ঝেজিয়াং ইউনিভার্সিটি অফ টেকনোলজি ক্রিকেট ফিল্ডে টস জিতে ব্যাট করতে নেমে মালয়েশিয়ার বোলারদের তোপের মুখে জয়-ইমনরা।
ব্যাট করতে নেমে প্রথম ওভারের দ্বিতীয় বলেই গোল্ডেন ডাক মেরে বিদায় নেন ওপেনার মাহমুদুল হাসান জয়। পরের ওভারের পঞ্চম বলে রানের খাতা খোলার আগে সাজঘরে ফিরেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন।
দলের বিপাকে তৃতীয় ওভারের পঞ্চম বলে জাকির হাসান বিদায় নেন ১ রান করে। অধিনায়ক সাইফ হাসান একপাশ আগলে রাখলেও আফিফ হোসেন ফিরেছেন ১৪ বলে ২৩ রান করে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৬৩ রান। সাইফের (২৭) সঙ্গে ব্যাট করছেন শাহাদাৎ হোসেন দিপু (৯)।
বাংলাদেশ একাদশ: পারভেজ হোসেন ইমন, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আফিফ হোসেন, জাকের আলি অনিক, সাইফ হাসান, রাকিবুল হাসান, রিশাদ হোসেন, শাহাদাত হোসেন দিপু, সুমন খান, রিপন মন্ডল।
এমআর/