সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
টেস্ট দলের নিয়মিত মুখ খালেদ আহমেদ। ১২টি টেস্ট খেলা এই মিডিয়াম পেসারের অভিষেক হলো ওয়ানডে ক্রিকেটে। নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচ দিয়েই সাদা বলের ক্রিকেটে নাম লেখালেন ৩১ বছর বয়সী এই পেসার।
মিরপুরের শের ই বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। এর আগে প্রথম ওয়ানডে পরিত্যাক্ত হয়েছিল বৃষ্টি বাধায়।
সেদিন খেলা হয়েছিল ৩৩.৪ ওভার। নিউজিল্যান্ড আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩৬ রান তুলতেই নামে বৃষ্টি।
এদিকে প্রথম ওয়ানডের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে জানানো হয় চোটের কারণে দল থেকে পেসার তানজিম হাসান সাকিবের বাদ পড়ার বিষয়। তার বদলে দলে ফেরা হাসান মাহমুদের জায়গা হয়েছে একাদশে। একাদশ থেকে বাদ পড়েছেন কাজী নুরুল হাসান সোহান।
বাংলাদেশ: লিটোন দাস (অধিনায়ক, উইকেট রক্ষক), তামিম ইকবাল, তানজিদ হাসান, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, খালেদ আহমেদ।
নিউজিল্যান্ড: ফিন অ্যালেন, উইল ইয়াং, চ্যাড বোয়েজ, হেনরি নিকোলস, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), রাচিন রবীন্দ্র, কোল ম্যাককঞ্চি, ইশ সোধি, কাইল জেমিসন, লকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।
এমআর/