সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
এশিয়া কাপের জন্য ঘোষিত ১৭ সদস্যের দলে রাখা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ এই ক্রিকেটারকে দলে না রাখায় তার ভক্তরা ছাড়াও বিভিন্ন মহল থেকে উঠেছে সমালোচনা।
তবে শেষ পর্যন্ত বিশ্বকাপের কথা মাথায় রেখে ব্যাক-আপ খেলোয়াড় হিসেবে ৯ জন ক্রিকেটারকে নিয়ে আলাদা ক্যাম্প করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ৯ জনের মধ্যে রয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদও।
গত রোববার থেকে মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামের একাডেমি মাঠে শুরু হয়েছে বিশেষ এই ক্যাম্প। অনুশীলনে বাকি আট ক্রিকেটার থাকলেও ছিলেন না মাহমুদউল্লাহ রিয়াদ।
বিশেষ এই ক্যাম্পে সুযোগ পেলেও কেন মাঠে নেই রিয়াদ এ নিয়ে প্রশ্ন উঠাই স্বাভাবিক। তবে জানা গেল মায়ের অসুস্থতার কারণে অনুশীলনে যোগ দিতে পারছেন না মাহমুদউল্লাহ।
ময়মনসিংহে থাকা অসুস্থ মাকে দেখভাল করছেন তিনি। তবে শিগগির অনুশীলনে যোগ দিবেন বলেও জানা গেছে মিডল-অর্ডার এ ব্যাটার।
এমআর/