সম্পাদক: আরিফ হাসান
দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
অবশেষে এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। সোমবার দিল্লিতে বোর্ড মিটিং শেষে এশিয়া কাপ ২০২৩-এর চূড়ান্ত স্কোয়াড জানিয়েছে বিসিসিআই।
দিল্লির তাজ হোটেলে অনুষ্ঠিত হওয়া বৈঠকে উপস্থিত থাকেন প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং রোহিত শর্মাও। বৈঠক শেষে শর্মাকে অধিনায়ক ও পেসার জসপ্রিত বুমরাহকে সহ-অধিনায়ক করার কথা জানায় বোর্ড।
বুমরাহ বর্তমানে আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করছেন। মূলত বুমরাহ'র কারণে দল ঘোষণা পিছিয়ে যায় বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমে।
দলে ফিরেছেন লম্বা সময় ইনজুরিতে থাকা শ্রেয়াস আইয়ার এবং কেএল রাহুল। ভারতীয় দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকার নিশ্চিত করেছেন শ্রেয়াস আইয়ার ফিটনেস ফিরে পেয়েছেন। অন্যদিকে রাহুল পুরোপুরি ফিট হতে পারেননি তাই এশিয়া কাপে একটি বা দুটি ম্যাচ মিস করতে পারেন। ফলে দলে ব্যাকআপ প্লেয়ার হিসেবে সঞ্জু স্যামসনকে বেছে নিয়েছেন নির্বাচকরা।
এশিয়া কাপের জন্য ভারতীয় দল:
রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, তিলক ভার্মা, ইশান কিশান, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ শামি, প্রসিদ কৃষ্ণ।
এমআর/