দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]
জোহানসবার্গে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে আর্শদ্বীপ সিং ও আভেশ খানের বোলিং তোপে ২৭.৩ ওভারে মাত্র ১১৬ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ৩৭ রানে ৫ উইকেট নেন আর্শদ্বীপ সিং। ২৭ রানের ৪ শিকার আরেক পেসার আভেশ খানের।
এদিন টস জিতে প্রথমে ব্যাটিং নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়কে এইডেন মারক্রাম। এই উইকেটেই ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিল প্রোটিয়ারা। আগে ব্যাটিং করলে সুবিধা হবে ভেবে সিদ্ধান্ত নিলেও হয়েছে তার উল্টোটা। ব্যাট করতে নামলে শুরুতেই রেজা হ্যান্ডরিক্সকে (০) হারায় প্রোটিয়ারা।
নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে দিশেহারা প্রোটিয়াদের যখন একশ রানও হচ্ছিল না তখন আট নম্বরে ব্যাট করতে নামা অ্যান্ডিল ফেলোকায়ো করেন ৪৯ বলে ৩৩ রান। তাতে ২৭.৩ ওভারে সব উইকেট হারিয়ে ১১৬ রান পায় দক্ষিণ আফ্রিকা।
রান তাড়া করতে নেমে দলীয় ২৩ রানের মাথায় ঋতুরাজ গায়কোয়াড ৫ রানে বিদায় নিলেও সাই সুদর্শন আর শ্রেয়াশ আইয়ারের জুটি দলকে নিয়ে যায় ১১ রান পর্যন্ত। শ্রেয়াশ করেন ৪৫ বলে ৫২ রান। ৪৩ বলে ৫৫ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন সুদর্শন।
দক্ষিণ আফ্রিকার পক্ষে ১টি করে উইকেট নেন উইয়ান মাল্ডার ও অ্যান্ডিল ফেলোকায়ো। সিরিজের বাকি দুই ম্যাচ আগামী ১৯ ও ২১ ডিসেম্বর।